Advertisement
Advertisement

Breaking News

ফের সীমান্তে গুলির লড়াই, নিকেশ এক জঙ্গি

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রও৷

One terrorist killed in an encounter in Baramullah district
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 9:03 am
  • Updated:January 3, 2017 9:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভোর রাতে ফের উত্তপ্ত হল ভারত-পাক সীমান্ত৷ জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় জঙ্গি ও সেনার সঙ্গে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই৷ একজন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী৷

নতুন বছরেও সীমান্তের ছবিতে এতটুকুও পরিবর্তন আসেনি৷ গত সপ্তাহেই জঙ্গি হামলা হয়েছিল এই রাজ্যের বন্দিপোরা জেলায়৷ সেনা-জঙ্গি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন দু’জন সেনা৷ সাত দিন কাটতে না কাটতে ফের হানা দিল জঙ্গিরা৷ এদিন প্রথমে মনে করা হয়েছিল বারামুলার হরিতার তারজু এলাকায় দু’জন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ তবে একজন জঙ্গির মৃত্যুর পরই শেষ হয় গুলির লড়াই৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement