নন্দিতা রায়, নয়াদিল্লি: আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলার প্যাভিলিয়নে জিআই ট্যাগ সম্বলিত সামগ্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প জনসাধারণের নজর কাড়ল। রাজধানীর ভারত মণ্ডপমে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। অন্যান্য বারের মতোই এবারেও বাংলার ঝাঁ চকচকে প্যাভিলিয়ন।
মূল প্রবেশপথের বাঁদিকে মা দুর্গার ছৌ আকৃতির মুখাবয়ব থেকে শুরু করে দুপাশে টেরাকোটার বিশালাকৃতি ঘোড়াকে পার করে প্যাভিলয়নে প্রবেশ করতেই টেরাকোটার সপরিবারে মা দুর্গার মনোমুগ্ধকর মূর্তি। প্যাভিলিয়নের ভিতরে তো বটেই, বাইরের তিনদিক জুড়ে বাংলার মিষ্টি থেকে শুরু করে তাঁতের শাড়ি, দার্জিলিঙের চা, বালুচরি শাড়ি, তুলাইপঞ্জি চালের মতো জিআই ট্যাগ সম্বলিত জিনিসপত্রের দোকানগুলি শুরুর দিন থেকেই জমজমাট।
রাজ্যের কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, সবার ঘরে আলো. রূপশ্রীর মতো সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি দুর্গাপুজোর কার্নিভ্যালকেও প্যাভিলিয়নে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। রয়েছে ছৌ নাচ ও বাউল গানের ব্যবস্থাও।
এদিন বিকেলেই প্যাভিলিয়নের উদ্বোধন করেন দিল্লিতে বাংলার রেসিডেন্ট কমিশনার উজ্জ্বয়িনী দত্ত। আগামী ২৬ নভেম্বর পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস। সেদিন প্যাভিলিয়নে কলকাতার শিল্পীদের বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এবারেরবাণিজ্য মেলায় ‘বিকশিত ভারত ২০৪৭’-এর উপর ভিত্তি করে ‘ফোকাস স্টেট’ হিসেবে রাখা হয়েছে ঝাড়খণ্ডকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.