সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। তবে গুঞ্জন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই।
‘এক দেশ, এক নির্বাচনের’ পরিকল্পনার কথা অনেকদিন ধরেই বলে আসছে বিজেপি। এবার সেই সংক্রান্ত বিলই আনা হতে পারে সংসদের বিশেষ অধিবেশনে। এমন গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। একসঙ্গে লোকসভা (Loksabha), বিধানসভা (Assembly) ও স্থানীয় স্তরের নির্বাচন করার কথা বলা হবে ওই বিলে। পাশাপাশি জল্পনাও রয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি কিংবা লোকসভার সম্প্রসারণ সংক্রান্ত বিলও পেশ করা হতে পারে। আপাতত এই নিয়ে নানা গুঞ্জন থাকলেও কেন্দ্রের তরফে যেহেতু কিছুই বলা হয়নি, তাই কেন ওই অধিবেশন ডাকা হয়েছে সেসম্পর্কে কোনও নিশ্চিত ধারণা করা যাচ্ছে না।
এদিন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইটারে জানিয়ে দেন, ‘অমৃত কালে সংসদে ফলপ্রসূ পর্যালোচনা ও বিতর্ক প্রত্যাশা করা হচ্ছে।’ স্বাভাবিক ভাবেই এই ঘোষণা ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম গুঞ্জন, এই অধিবেশন নতুন সংসদ ভবনে হবে কিনা। যদিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি এও মনে করা হচ্ছে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনও সম্ভবত হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.