ফাইল ফটো
করোনার জেরে গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব। কঠিন পরিস্থিতি বলছেন চিকিৎসক, বিশেষজ্ঞরা। দুনিয়ায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এখনই দেশে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁয়েছে। খুব কম সময়ের মধ্যে এই হার বৃদ্ধি। দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের (তিন বিদেশি-সহ সংখ্যাটা ২৮)। মহারাষ্ট্রে মৃত্যুর হার সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২১। মৃত্যু হয়েছে একজনের। বিশ্বজুড়ে ছয় লক্ষেরও বেশি মানুষের শরীরে থাবা বসিয়েছে COVID-19। এদিকে, লকডাউন উপেক্ষা করে রবিবার সকাল থেকেই বিভিন্ন বাজার খোলা। ন্যূনতম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তাতে ভিড় জমিয়েছেন আমজনতা। যা সংক্রমণের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। করোনা পরিস্থিতির সমস্ত UPDATE:
রাত ১০.৩০: রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ। শেওড়াফুলির এক বৃদ্ধ ভরতি বেসরকারি হাসপাতালে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১।
রাত ৯.৩৫: ১০০ দিনের কাজের দিনমজুরদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০০ কোটিরও বেশি টাকা জমা করতে চলেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।
রাত ৯.১০: করোনা মহামারির মোকাবিলায় দশটি দল গঠন করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সন্ধে ৮. ৩৫: ভারতীয় সেনায় তৃতীয় জওয়ান করোনায় আক্রান্ত।
সন্ধে ৮.১৫: শ্রমিকদের একমাসের বাড়ি ভাড়ায় ছাড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে সকলকে বাড়িতে থেকে দেশেসেবা করার পরামর্শও দিলেন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২।
সন্ধে ৭.৩০: এবার আলিপুরের কম্যান্ড হাসপাতালের অ্যানাস্থেশিওলজিস্ট করোনায় আক্রান্ত। রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসকের শরীরে মিলল ভাইরাস। আক্রান্ত আরও এক বৃদ্ধ। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০।
সন্ধে ৬.৩৫: কর্ণাটকে নতুন করে সাতজনের দেহে মিলল করোনার জীবাণু। দেরাদুনে নতুন করে আক্রান্ত একজন। তামিলনাড়ুতেও বাড়ল আক্রান্তের সংখ্যা। আটজনের শরীরে পাওয়া গেল ভাইরাস।
বিকেল ৪টে: দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।
Till now there have been 979 #COVID19 confirmed cases in the country, including 25 deaths. In the last 24 hours, 106 new positive cases & 6 deaths have been reported: Lav Aggarwal, Joint Secretary, Ministry of Health & Family Welfare pic.twitter.com/2lkuGBLode
— ANI (@ANI) March 29, 2020
দুপুর ২.৩০: আন্তর্জাতিক বিমান না উড়িয়েও করোনা আক্রান্ত স্পাইসজেটের এক পাইলট। আতঙ্কে রয়েছেন বিমান সংস্থার আধিকারিকরা।
As a precautionary measure, all crew and staff who had been in direct contact with him have been asked to self-quarantine by staying at home for the next 14 days.
All measures are being taken to provide appropriate medical care to him: SpiceJet https://t.co/L2Emomodep— ANI (@ANI) March 29, 2020
দুপুর ২টো: পরিযায়ী শ্রমিকদের সাহায্যের আরজি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
Congress MP Rahul Gandhi writes to Prime Minister Narendra Modi offering suggestions on #COVID19. Gandhi says ‘we stand together with the government in fighting and overcoming this tremendous challenge’ pic.twitter.com/nIUz2koIzy
— ANI (@ANI) March 29, 2020
দুপুর ১.৪৫: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ কোটি টাকা দিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কর্মচারীরা। জিন্দাল গ্রুপ দিল ১০০ কোটি টাকা। সিবিআই আধিকারিকরা তাঁদের একদিনের বেতন দিলেন তহবিলে।
দুপুর ১.৩০: করোনা মোকাবিলায় রাজ্যের হাসপাতালগুলির উন্নয়ন খাতে দেড় কোটি টাকা দিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা।
দুপুর ১.১৫: মুম্বইয়ে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু। মহিলার বয়স হয়েছিল ৪০ বছর। দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫ (তিন বিদেশি-সহ ২৮)।
A 40-year old #Coronavirus patient has passed away in Mumbai, she was admitted yesterday following severe respiratory complications and was also a hypertension patient. This is the seventh corona virus-related death in Maharashtra
— ANI (@ANI) March 29, 2020
দুপুর ১টা: লকডাউনের মাঝেও ভারতে জ্বালানি তেলের যোগান অব্যাহত রাখতে চেয়ে সৌদি আরবের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা সারলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
দুপুর ১২.৩২: লকডাউনের সময়েও কাজে অবিচল ভারতীয় বিমান বাহিনী। দেশের বিভিন্ন প্রান্তে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে কাজ করছে C-17, C-130, সুপার হারকিউলিস বিমান। জানাল বায়ুসেনা।
Indian Air Force is engaged in supporting availability of critical medical supplies to tackle spread #COVID19. All transport aircraft including C-17, C-130 Super Hercules, AN-32 and Dornier being used to supply medical equipment as per requirements of ICMR and other agencies:IAF pic.twitter.com/jJtOcJdgR0
— ANI (@ANI) March 29, 2020
দুপুর ১২.১৫: জম্মু-কাশ্মাীরে আরও পাঁচজনের দেহে মিলল করোনার জীবাণু।
5 more people test positive in Kashmir- 2 from Srinagar, 2 from Budgam and 1 from Baramulla: Rohit Kansal, Principal Secretary(Planning), J&K Govt #COVID19 pic.twitter.com/LzumWqyEuG
— ANI (@ANI) March 29, 2020
সকাল ১১.৩০: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করছে আয়কর দপ্তরের কর্মীরা। সেইসঙ্গে সিবিএসই কর্মীরা ২১ লক্ষ টাকা দান করছেন এই তহবিলে।
সকাল ১১টা: লকডাউন ছাড়া করোনা মোকাবিলার আর কোনও উপায় ছিল না। কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে যাবতীয় সমস্যা, ভোগান্তির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী।
I apologize for taking these harsh steps which have caused difficulties in your lives, especially the poor people. I know some of you would be angry with me also. But these tough measures were needed to win this battle: PM Narendra Modi #MannKiBaat (file pic) pic.twitter.com/fwGlUk5ubz
— ANI (@ANI) March 29, 2020
সকাল ১০.৩০: পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের বর্ডারে কোয়ারেন্টাইন সেন্টার গড়া হচ্ছে। সেখানেই তাঁদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানালেন বিহারের মন্ত্রী সঞ্জয়কুমার ঝাঁ।
Migrant workers coming back from neighbouring states to Bihar will be kept in quarantine in relief centres at state borders, where they will be provided food and other essential amenities. They will be kept here for 14 days: Bihar Minister Sanjay Kumar Jha (file pic) #Coronavirus pic.twitter.com/RTrRObp2eG
— ANI (@ANI) March 29, 2020
সকাল ১০টা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের আপ নেতা রাঘব চাড্ডার বিরুদ্ধে।
Noida: FIR registered against Aam Aadmi Party MLA Raghav Chadha for allegedly making objectionable comments against Uttar Pradesh Chief Minister Yogi Adityanath. The complaint was filed by advocate Prashant Patel. (file pics) pic.twitter.com/mY78GhPTTS
— ANI UP (@ANINewsUP) March 29, 2020
সকাল ৯টা: দেশে করোনার বলি আরও ২। কাশ্মীরে এবং গুজরাটে দুজনের মৃত্যু হয়েছে। কাশ্মীরে এটি দ্বিতীয় কোনও ব্যক্তির মৃত্যু। গুজরাটে ৪৫ বছরের ব্যক্তির মৃত্যুর জেরে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৫।
A 45-year-old #COVID19 patient died today in Ahmedabad. He was suffering from diabetes. A total of five deaths have been reported from Gujarat (cumulative figures till today): Health & Family Welfare Department, Gujarat Government
— ANI (@ANI) March 29, 2020
সকাল ৮.৩০: বেঙ্গালুরু ফেরত তরুণী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হল। তিনি সল্টলেকে নিজের বাড়িতে ফিরেছিলেন।
সকাল ৮টা: বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল। ইটালিতে সর্বাধিক। সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ১০২৯। তিন বিদেশি-সহ মৃত ২৫। এদিকে, ইরান থেকে দেশে ফিরলেন ২৭৫ জন ভারতীয়।
Rajasthan: Another batch of 275 Indian citizens brought in from Iran, reach Jodhpur. They would be kept at the Indian army’s wellness centre. 277 Indians evacuated earlier this month from Iran are already lodged at this centre. #Coronavirus pic.twitter.com/4ifWr539X8
— ANI (@ANI) March 29, 2020
সকাল ৭টা: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান বিসিসিআইয়ের। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ দিল ইস্টবেঙ্গল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.