সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তি সেনা মোতায়েনের পরপরই ফের সীমান্তে জঙ্গি হামলা৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামা এবং সোপিয়ানে সেনা কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা৷ শহিদ এক সেনা জওয়ান৷ এলাকায় গা ঢাকা দিয়ে থাকা জঙ্গি বাহিনীকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী৷ দু’পক্ষের গুলির লড়াই চলছে৷ সেনাসূত্রে খবর, অন্তত ৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে এলাকায়৷
ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে৷ দক্ষিণ সোপিয়ানের ৫৫ নং রাষ্ট্রীয় রাইফেলসের কাছে আচমকাই বিকট শব্দ শোনা যায়৷ কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ হয়েছে বলে বুঝতে পারেন জওয়ানরা৷ একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনাসূত্রে খবর৷ দু’পক্ষের গুলির লড়াইতে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান৷ তবে জঙ্গিদের ঘিরে ফেলে তাদের কাবু করার চেষ্টা করে সেনাবাহিনী৷ আত্মগোপন করে থাকায় তাদের বাগে আনতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে বলে খবর৷ সেনাবাহিনীর অনুমান, অন্তত ৩ জঙ্গি আড়াল থেকে তাদের উপর হামলা চালিয়েছে৷ এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷
এদিকে শুক্রবারই জম্মু-কাশ্মীর উপত্যকায় বাড়তি নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে ২৮ হাজার সেনা, যাঁদের বেশিরভাগই কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ জওয়ান৷ বৃহস্পতিবার রাতেই তাঁরা শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন৷ তবে ঠিক কী কারণে আচমকা উপত্যকায় নিরাপত্তার এত বজ্রআঁটুনি, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর, ইতিমধ্যে উপত্যকার বেশ কিছু শহরতলি এলাকায় রুটিন তল্লাশির পাশাপাশি শুরু হয়েছে নাকা চেকিং৷ আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় জম্মু-কাশ্মীরকে এই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বলে সূত্রের খবর৷
বেশ কয়েকটি সংবাদ সংস্থা সূত্রে সতর্কবার্তা, উপত্যকায় ফের পুলওয়ামার মতো ভয়াবহ ফিদায়েঁ হামলা হতে পারে৷ যার মূল টার্গেট সেনা ও আধা সেনা বাহিনী৷ আর তার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে চায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি৷ এসব খবর চাউড় হতেই, তড়িঘড়ি কাশ্মীর উপত্যকায় সুরক্ষাবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তারই প্রতিফলন হিসেবে সেখানে পাঠানো হচ্ছে বাড়তি সেনা৷ তারই মধ্যে সোপিয়ানের এই আইইডি বিস্ফোরণ আতঙ্ক বাড়িয়ে তুলেছে৷
J&K: A vehicle of 55 Rashtriya Rifle (RR) was targeted by an Improvised Explosive Device (IED) in South Kashmir’s Shopian district earlier today. No injury or casualty reported in the incident, however the vehicle suffered minor damage pic.twitter.com/tKhHt8jeV5
— ANI (@ANI) August 2, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.