Advertisement
Advertisement
আইইডি বিস্ফোরণ

জম্মু-কাশ্মীরে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ, সোপিয়ানে শহিদ ১ জওয়ান

সেনাসূত্রে খবর, অন্তত ৩ জঙ্গি হামলা চালিয়েছে৷

One jawan martyred by iED blast in Sopian, Jammu-Kashmir
Published by: Sucheta Sengupta
  • Posted:August 2, 2019 8:54 am
  • Updated:August 2, 2019 8:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তি সেনা মোতায়েনের পরপরই ফের সীমান্তে জঙ্গি হামলা৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামা এবং সোপিয়ানে সেনা কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা৷ শহিদ এক সেনা জওয়ান৷ এলাকায় গা ঢাকা দিয়ে থাকা জঙ্গি বাহিনীকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী৷ দু’পক্ষের গুলির লড়াই চলছে৷ সেনাসূত্রে খবর, অন্তত ৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে এলাকায়৷

[আরও পড়ুন: বৃষ্টিতে প্লাবিত রাস্তায় কুমির! প্রাণ বাঁচাতে এ কী করল সারমেয়?]

ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে৷ দক্ষিণ সোপিয়ানের ৫৫ নং রাষ্ট্রীয় রাইফেলসের কাছে আচমকাই বিকট শব্দ শোনা যায়৷ কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ হয়েছে বলে বুঝতে পারেন জওয়ানরা৷ একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনাসূত্রে খবর৷ দু’পক্ষের গুলির লড়াইতে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান৷ তবে জঙ্গিদের ঘিরে ফেলে তাদের কাবু করার চেষ্টা করে সেনাবাহিনী৷ আত্মগোপন করে থাকায় তাদের বাগে আনতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে বলে খবর৷ সেনাবাহিনীর অনুমান, অন্তত ৩ জঙ্গি আড়াল থেকে তাদের উপর হামলা চালিয়েছে৷ এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷

Advertisement

এদিকে শুক্রবারই জম্মু-কাশ্মীর উপত্যকায় বাড়তি নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে ২৮ হাজার সেনা, যাঁদের বেশিরভাগই কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ জওয়ান৷ বৃহস্পতিবার রাতেই তাঁরা শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন৷ তবে ঠিক কী কারণে আচমকা উপত্যকায় নিরাপত্তার এত বজ্রআঁটুনি, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর, ইতিমধ্যে উপত্যকার বেশ কিছু শহরতলি এলাকায় রুটিন তল্লাশির পাশাপাশি শুরু হয়েছে নাকা চেকিং৷ আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় জম্মু-কাশ্মীরকে এই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বলে সূত্রের খবর৷

[আরও পড়ুন: মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, কেজরিওয়ালের ঘোষণায় স্বস্তিতে দিল্লিবাসী]

বেশ কয়েকটি সংবাদ সংস্থা সূত্রে সতর্কবার্তা, উপত্যকায় ফের পুলওয়ামার  মতো ভয়াবহ ফিদায়েঁ হামলা হতে পারে৷ যার মূল টার্গেট সেনা ও আধা সেনা বাহিনী৷ আর তার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে চায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি৷ এসব খবর চাউড় হতেই, তড়িঘড়ি কাশ্মীর উপত্যকায় সুরক্ষাবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তারই প্রতিফলন হিসেবে সেখানে পাঠানো হচ্ছে বাড়তি সেনা৷ তারই মধ্যে সোপিয়ানের এই আইইডি বিস্ফোরণ আতঙ্ক বাড়িয়ে তুলেছে৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement