Advertisement
Advertisement

Breaking News

Indian Sailor

দেশে ফিরলেন ইরানের হাতে আটক ভারতীয় নাবিক, ‘সফল মোদি গ্যারান্টি’, দাবি জয়শংকরের

১৭ জন ভারতীয় নাবিককে আটক করেছিল ইরান।

One Indian sailor returned after captured by Iran from Israel vessel

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 18, 2024 6:00 pm
  • Updated:April 18, 2024 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দেশে ফিরলেন ইরানের (Iran) হাতে আটকে পড়া ভারতীয় নাবিক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ইরান থেকে ভারতে ফিরে এসেছেন আটকে পড়া এক নাবিক। আটকে পড়া বাকি নাগরিকদের সুরক্ষিত রাখতেও ইরানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

গত দুসপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছিল। এহেন পরিস্থিতিতে ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইজরায়েলি (Israel) জাহাজকে আটক করে ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলি‌উশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। ওই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জনই ভারতীয়। তাঁরা ইরানের বিশেষ বাহিনীর হাতে ‘বন্দি’হন। এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন নাবিকদের পরিবার। কীভাবে ভারতীয় নাবিকদের (Indian Sailor) মুক্তি দেওয়া হবে, সেই নিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিনের ‘উপেক্ষা’, জাঠ নেতাদের ‘দাদাগিরি’, গুজরাট-উত্তরপ্রদেশে বিজেপির চিন্তা ‘রাজপুত বিদ্রোহ’]

পাঁচদিন জাহাজে বন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন অ্যান টেসা জোসেফ নামে এক নাবিক। কেরলের ত্রিশূরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার কোচিন বিমানবন্দরে পৌঁছন এই নাবিক। তার পরে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পণ্যবাহী জাহাজে আটকে থাকা বাকি ১৬ ভারতীয়র সঙ্গে যোগাযোগ রেখেছে তেহরানের ভারতীয় দূতাবাস। সকলেই সুস্থ রয়েছেন, পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছেন তাঁরা। ইরানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার।

ইরানের জাহাজ থেকে ভারতীয় নাবিক দেশে ফেরার পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জয়শংকর (S Jaishankar)। ইরানের ভারতীয় দূতাবাসকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “অ্যান টেসা জোসেফ দেশে ফিরেছেন, তাই আমরা খুব খুশি। মোদির গ্যরান্টি সব সময় পূরণ হয়। সেটা দেশে হোক বা বিদেশে।” যদিও আটকে পড়া বাকি নাবিকরা কবে ভারতে ফিরবেন সেই নিয়ে কিছু জানানো হয়নি বিদেশমন্ত্রকের তরফে।

[আরও পড়ুন: কাঠফাটা গরমেই হয় লোকসভা নির্বাচন, কেন জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement