সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দেশকে ‘ডিজিটাল‘ করে তোলার স্বপ্ন দেখিয়েছেন। মূলত তাঁর উদ্যোগেই পাবলিক প্লেসে, শপিং মলে এমনকী রেলের স্টেশনেও মিলছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
কিন্তু ভারতীয়দের মানসিকতায় পরিবর্তন এসেছে কি? আদৌ আমরা ইন্টারনেট থেকে জ্ঞান আরোহন করছি কি? কারণ, অ্যান্টি-ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘নরটন’-এর একটি রিপোর্ট বলছে, ফ্রি ওয়াই-ফাই পেলে প্রতি তিনজনের মধ্যে একজন ভারতীয় ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ বা পর্ন দেখেন। হোটেল, এয়ারপোর্ট এমনকী পাঠাগারেও বিনামূল্যে ওয়াই-ফাই পেলে স্মার্টফোনে পর্ন দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করেন ভারতীয়রা।
তবে ভারতীয়রা একাই নন, বিশ্ব জুড়ে প্রতি ছয়জনের মধ্যে একজন ব্যক্তি ফ্রি-তে ওয়াই-ফাই পেলেই পর্ন দেখেন। আমেরিকা, ব্রিটেন, জাপান, মেক্সিকো, ব্রাজিল, নেদারল্যান্ডের মতো দেশের ছবিটাও এই একই। আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি পর্ন দেখার প্রবণতা বন্ধুর বাড়ি ও হোটেলের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে। আবার ভারতীয়দের মধ্যে স্টেশন বা অফিসের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে পর্ন দেখার প্রবণতা বেশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.