Advertisement
Advertisement
PM Modi G-7

‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’, G-7 বৈঠকে নয়া মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় সাহায্যের জন্য সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

One earth, one health, PM Modi's mantra to the G-7 nations | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 13, 2021 8:44 am
  • Updated:June 13, 2021 10:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) নামক মহামারী গোটা বিশ্বকে শিখিয়ে দিয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতির মোকাবিলা করতে একত্রিত হওয়াটা জরুরি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলির সংঠন জি-সেভেনের বৈঠক থেকে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাতের ওই ভারচুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর মন্ত্র ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য।’ অর্থাৎ, স্বাস্থ্য ক্ষেত্রেও এদিন বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে পেটেন্ট প্রত্যাহারের আরজি জানান মোদি (Narendra Modi)।

করোনা আবহে এবছর ভারচুয়ালি আয়োজন করা হয়েছিল জি-সেভেন (G-7) আউটরিচ প্রোগ্রামের। ভারচুয়াল বৈঠকে আমন্ত্রিত ছিলেন এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রমুখ। ওই বৈঠকে শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সমর্থন করার জন্য G-7 সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সদস্য দেশগুলির পাশাপাশি করোনা মোকাবিলায় যে সমস্ত শিল্পপতিরা ভারতের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন মোদি। করোনাকে দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারস্পরিক সহযোগিতা ও পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরির কথা বলেন তিনি।

[আরও পড়ুন: রেমডেসিভির-সহ করোনা চিকিৎসায় ব্যবহৃত বহু পণ্যে কমছে GST, বড় ঘোষণা অর্থমন্ত্রীর]

তবে, G-7 শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য ছিল ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য।’ শুধু করোনা ভাইরাস নয়, পরবর্তী সময়ে যেকোনও স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে একসঙ্গে লড়াইয়ের বার্তা দেন মোদি। করোনা ভ্যাকসিনের উপর পেটেন্ট প্রত্যাহার সংক্রান্ত মোদির দাবিকে সমর্থন করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ জি৭-এর সদস্য দেশগুলিও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টিকা তৈরির কাজে ভারতের মতো দেশকে কাঁচামাল দিয়ে সাহায্য করার আরজি জানান। ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সংক্রান্ত মোদির বক্তব্য সমর্থন করেছেন জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা মর্কেলও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement