Advertisement
Advertisement
Jammu and Kashmir

ফের রক্তাক্ত ভূস্বর্গ, সোনমার্গে জঙ্গি হামলায় নিহত চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক

জঙ্গি হামলার নিন্দায় সরব কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক।

One Doctor, 6 migrant workers shot dead by terrorists in Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:October 20, 2024 9:40 pm
  • Updated:October 21, 2024 12:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত কাশ্মীর। সোনমার্গে এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। রবিবার সন্ধেবেলা নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ পথের কাছে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন। এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরস্ত্র সাধারণ মানুষের উপর জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

সূত্রের খবর, টানেল নির্মাণ কর্মীদের উপরেই হামলা চালিয়েছে জঙ্গিরা। সেখানেই ছিলেন ওই চিকিৎসক। গান্দেরওয়াল জেলায় গগনগীর থেকে সোনমার্গ অবধি তৈরি হচ্ছে ওই ভূগর্ভস্থ পথ। এদিনে হামলার খবর পাওয়ার পর এক্স হ্যান্ডেলে ঘটনার নিন্দা করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি লেখেন, “সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত হামলার অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। আক্রান্তরা এলাকার একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণে কাজ করছিলেন। জঙ্গি হামলায় ২ জনের (তখনও পর্যন্ত দুই শ্রমিকের মৃত্যুর খবর ছিল) মৃত্যু হয়েছে। আরও ২-৩ জন আহত হয়েছেন। আমি নিরস্ত্র নিরীহ মানুষের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

Advertisement

এর আগে ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। জৈনপোরার স্থানীয় মানুষ গুলিবিদ্ধ শ্রমিকের দেহ দেখে পুলিশে খবর দেয়। অনন্তনাগের সঙ্গম এলাকায় থাকছিলেন অশোক চৌহান নামের এই শ্রমিক। এমন ঘটনার নিন্দায় সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ৪৮ ঘণ্টার মধ্যে ফের বড়সড় হামলা হল ‘বহিরাগত’দের উপরে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement