Advertisement
Advertisement
Asaduddin Owaisi

ইনশাআল্লা… একদিন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন: আসাদউদ্দিন ওয়েইসি

'অন্যের দিকে আঙুল না তুলে কংগ্রেসের 'আত্মচিন্তন' করা উচিত', বললেন ওয়েইসি।

One day Hijab-clad woman will become PM, says AIMIM chief Asaduddin Owaisi
Published by: Amit Kumar Das
  • Posted:May 12, 2024 2:59 pm
  • Updated:May 12, 2024 6:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেশ ধর্ম নিরপেক্ষ হলেও এর রন্ধ্রে রন্ধ্রে ধর্মীয় বিভাজনের বীজ বোনার চেষ্টা চালাচ্ছে বিজেপি’, বিরোধীদের এই অভিযোগ নতুন নয়। লোকসভার চতুর্থ দফা নির্বাচনের আগে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি তো বটেই এমনকী বিরোধী ইন্ডিয়া জোটের বিরুদ্ধে সরব হলেন মিম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। বিজেপি (BJP) ও এনডিএ (NDA) মুসলিমদের উপেক্ষা করছে অভিযোগ তুলে তাঁর দাবি, ‘এক দিন আসবে যখন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন’।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এনডিএ জোটের বিরুদ্ধে সরব হয়ে ওয়েসি বলেন, ‘শোনা যাচ্ছে এই নির্বাচনে লোক জাতপাত, বেকারত্ব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিচ্ছেন। কিন্তু এনডিএ জোট কোনও মুসলিমকে টিকিট দিচ্ছে না। মহারাষ্ট্রে ৪৮ আসন। কিন্তু একজন মুসলিমকেও টিকিট দেওয়া হয়নি। একই ছবি দেখা গিয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লির মতো একাধিক রাজ্যে। যদি মুসলিমদের টিকিট না দেওয়া হয় তাহলে সংসদে তাঁদের নেতৃত্ব কমে যাবে।’ এই প্রসঙ্গেই ওয়েইসি বলেন, “জেনে রাখুন, ইনশাআল্লাহ, একদিন এমন সময় আসবে যখন একজন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রীর পদে বসবেন।”

Advertisement

[আরও পডুন: শাহজাদার বয়েসের চেয়েও কম আসন পাবে কংগ্রেস: বঙ্গে প্রচারে এসেও মোদির নিশানায় রাহুল]

ইন্ডিয়া জোটের বিরুদ্ধেও সরব হন মিম প্রধান। বলেন, ‘লোকসভা নির্বাচন উপলক্ষে গত বছর ইন্ডিয়া জোট গঠন করেছিল বিরোধীরা। মহারাষ্ট্রে আমাদের সংগঠন ৩ বার ইন্ডিয়া জোটের সঙ্গে যোগাযোগ করেছিল এই দলের অংশ হতে, তবে অপর পক্ষ কোনও জবাব দেয়নি। তার জন্য আমাদের কিছু যায় আসে না।’ বিরোধী শিবিরকেও ধর্ম নিরপেক্ষ বলতে নারাজ ওয়েইসি। বলেন, কংগ্রেস যখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে হারে (যেখানে মিম প্রার্থী দেয়নি) তখন তারা বলে না হিন্দুরা আমাদের ভোট দেয়নি। অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে হারলে বলবে ওয়েইসি বিজেপির ‘বি টিম’ হয়ে কাজ করছে। এরাই আবার উদ্ধব ঠাকরের সঙ্গে মহারাষ্ট্রে জোট করে। যারা বিধানসভায় সদর্পে বলে আমরা বাবরি মসজিদ ভেঙেছি। তাহলে কি উদ্ধব ঠাকরে ধর্ম নিরপেক্ষ?

[আরও পডুন: এবার মল্লিকার্জুন খাড়গের চপারে তল্লাশি! ‘শুধু কি বিরোধীরাই নিশানায়’, প্রশ্ন কংগ্রেসের]

ওয়েইসি আরও যোগ করেন, ‘নিজেদের হারের জন্য আমাদের দিকে আঙুল না তুলে কংগ্রেসের উচিত ‘আত্মচিন্তন’ করা। কেন ওরা গোটা দেশ থেকে মুছে যাচ্ছে? কেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো রাজ্যগুলিতে হারতে হল ওদের? ওরা আগে তার উত্তর খুঁজুক।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement