সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দলিত নির্যাতন তামিলনাড়ুতে। জাত নিয়ে গালাগাল দেওয়ায় প্রতিবাদ করেছিল এক দলিত ছাত্র। এই অপরাধে তাঁর দুহাত কেটে নিল উচ্চবর্ণের তিন যুবক। ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলার। আক্রান্ত ছাত্রের নাম আয়াস্বামী। সরকারি কলেজে তৃতীয় বর্ষের ছাত্রটি বুধবার কাকা ভূমিনাথনের বাড়িতে গিয়েছিলেন। বাইকে করে ফেরার সময় পথে উচ্চবর্ণের তিন যুবক বিনোদ, এশ্বরন এবং বল্লারাসু তাঁর পথ আটকায় বলে অভিযোগ। এরপর তাঁকে জাত তুলে গালাগাল করেন ওই তিন যুবক। এর প্রতিবাদ করলে দলিত ছাত্রকে রাস্তায় ফেলে মারধর করা হয়!
স্থানীয় এক ব্যক্তি আয়াস্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। যদিও তিন যুবকের সঙ্গে তিনি পেরে ওঠেননি। এক যুবক আচমকাই ধারাল অস্ত্র বার করেন। এরপর আয়াস্বামীকে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাঁর হাত কেটে নেওয়া হয় বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় আয়াস্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বিনোদ, এশ্বরন এবং বল্লারাসুকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.