সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা ১৬টি বিস্কুট (Biscuit) রয়েছে ভিতরে। যদিও রয়েছে ১৫টি করে বিস্কুট। যা উপভোক্তাকে ঠকানোর শামিল। এই বিষয়ে উপভোক্তা বিষয়ক আদালতে বিস্কুট কোম্পানি আইটিসি-র (ITC) বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। শুনুনি শেষ দোষী সাব্যস্ত বিস্কুট কোম্পানিকে ১ লক্ষ টাকা জরিমানা করল আদালত।
চেন্নাই বাসিন্দা পি দিল্লিবাবু আইটিসি-র বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে মানালির একটি দোকান থেকে দু’ডজন সান ফিস্ট মেরি লাইট (Sunfeast Marie Light) বিস্কুট কিনেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল পথপ্রাণীদের খাওয়ানো। প্যাকেট খুলে দেখেন ভিতরে রয়েছে ১৫টি বিস্কুট। যদিও বিস্কেটের কোম্পানি লিখেছে ১৬টি করে বিস্কুট রয়েছে। প্রথমে এই বিষয়ে ওই দোকানে অভিযোগ করেন তিনি। তাতে কোনও কাজ হয়নি। এর পর আইটিসির কাছে এই বিষয়ে ব্যাখ্যা চান।
দিল্লিবাবুর বক্তব্য, বিক্রয়মূল্য ভাগ করলে একটি বিস্কুটের দাম পড়ছে ৭৫ পয়সা। তিনি জানান, আইটিসি দিনে ৫০ লাখ প্যাকেট সান ফিস্ট মেরি লাইট বিস্কুট উৎপাদন করে থাকে। এর মানে প্রতিদিন গোটা দেশের গ্রাহকদের ২৯ লক্ষ টাকা করে ঠকাচ্ছে কোম্পানি। যদিও আইটিসি সাফাই দেয়, সংখ্যায় নয়, ওজন হিসেবে প্যাকেজিং করে থাকে তারা। প্রতি প্যাকেটের ওজন হয় ৭৬ গ্রাম। যদিও উপভোক্তা বিষয়ক আদালতের হস্তক্ষেপের পর দেখা যায়, ১৫টি বিস্কুটের ওই প্যাকেটের ওজন হচ্ছে ৭৪ গ্রাম।
কার্যত সব দিক থেকেই দোষী সাব্যস্ত হয় আইটিসি। তারা একাধিক যুক্তির অবতারণা করলেও তা খারিজ হয়ে যায়। আদালত প্রশ্ন তোলে, যদি ওজন হিসেবেই বিক্রি করা উদ্দেশ্য, তবে প্যাকেটের গায়ে বিস্কুটের সংখ্যা গ্রাহককে বিভ্রান্ত করা কেন? এই অবস্থায় বিস্কুট কোম্পানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আদালত ওই ব্যাচের বিস্কুট বিক্রি বন্ধ করতে বলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.