Advertisement
Advertisement

জঙ্গি হামলায় অরুণাচল প্রদেশে শহিদ ১ জওয়ান, আহত ৯

সেনার কনভয় ঘিরে ফেলে চারপাশ থেকে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷

One Assam Rifles soldier dead, 9 injured after Assam Rifles convoy was ambushed in Khonsa in Arunachal Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 8:32 pm
  • Updated:August 12, 2021 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে জঙ্গি হামলায় শহিদ হলেন এক জওয়ান৷ পাশাপাশি, আহত হয়েছেন অসম রাইফেলসের ৯ জওয়ান৷ শনিবার দুপুর দু’টো নাগাদ, অরুণাচল প্রদেশের খোনসায় জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল বলে সেনা সূত্রে খবর৷ সেনার কনভয় ঘিরে ফেলে চারপাশ থেকে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷ এ ধরনের হামলাকে বলে ‘অ্যামবুশ অ্যাটাক’৷ আচমকা হামলায় প্রথমটা হতচকিত হয়ে পড়েন জওয়ানরা, পরে তাঁরাও পাল্টা গুলি চালাতে শুরু করেন৷

লংডিং টাউন থেকে ২৫ কিলোমিটার দূরে নানু গ্রাম ও লোলচাংয়ের মাঝামাঝি একটি নির্জন এলাকায় সেনার কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের তীব্র গুলিবর্ষণে শহিদ হন এক জওয়ান, গুলির আঘাতে আহত হন আরও ৯ জওয়ান৷ জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা গুলি চালাতে শুরু করলে পিছু হঠে জঙ্গিরা৷ গুলির লড়াই শেষ হওয়ার পর জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷ সেনাবাহিনীর জওয়ানরা ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন৷ গতবছর, ইন্দো-মায়ানমার সীমান্তের কাছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় জঙ্গি হামলায় তিন সেনা জওয়ান শহিদ ও চার জওয়ান আহত হয়েছিলেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement