Advertisement
Advertisement
Ranjan Gogoi

সংবিধান নিয়ে রঞ্জন গগৈয়ের মন্তব্যে বিতর্ক, ‘মত ব্যক্তিগত’, বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

৩৭০ ধারা নিয়ে মামলায় ওই মন্তব্যকেই 'হাতিয়ার' করেছিলেন সিব্বল।

'Once judges demit office whatever they say is just opinion', says CJI। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 9, 2023 12:45 pm
  • Updated:August 9, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি কোনও বিষয়ে কিছু বললে তা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। তা কোনও বাধ্যতামূলক নির্দেশ নয়। এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতি (CJI) ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। সংবিধানের মৌলিক কাঠামো নিয়ে প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ-এর মন্তব্যকে মঙ্গলবার ৩৭০ ধারা সংক্রান্ত মামলায় হাতিয়ার করেছিলেন কপিল সিব্বল। এরপরই এই মন্তব্য করতে দেখা যায় প্রধান বিচারপতিকে।

গত সোমবার রাজ্যসভার সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈ দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে বিতর্কের সময় মন্তব্য করেন, ”প্রাক্তন সলিসিটর জেনারেল অন্ধ্যারুজিনার একটি বই রয়েছে কেশবানন্দ ভারতী মামলা নিয়ে। বইটি পড়ার পর আমার মনে হয়েছিল সংবিধানের মৌলিক কাঠামোর একটি অত্যন্ত তর্কযোগ্য আইনশাস্ত্রীয় ভিত্তি রয়েছে। এর বেশি আমি কিছু বলব না।”

Advertisement

[আরও পড়ুন: ‘গণ বিক্ষোভ মানেই সিদ্ধান্ত ভুল?’ বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের]

এই মন্তব্যকেই ‘হাতিয়ার’ করতে দেখা যায় কপিলকে। তাঁকে বলতে শোনা যায়, ”আপনার একজন সম্মাননীয় সহকর্মী সংবিধানের মৌলিক পরিকাঠামো নিয়ে সন্দিহান।” এরপরই প্রধান বিচারপতি তাঁকে বলেন, ”অবসরপ্রাপ্ত বিচারপতিদের মতামত ব্যক্তিগত। তা বাধ্যতামূলক আদেশ নয়।”

[আরও পড়ুন: মণিপুরে হিংসার জন্য দায়ী কংগ্রেস! বিগত সরকারের উপরই দোষ চাপালেন হিমন্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement