সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ক্ষমতায় বসেই রাজ্যে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ চালু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার যোগীর ধাঁচেই দিল্লিতে রোমিওদের শিষ্টাচার সেখানে ‘শিষ্টাচার স্কোয়াড’ চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দিল্লি পুলিশের তরফে।
বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দিল্লি মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিজেপি। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলেই রাজধানীতে অ্যান্টি রোমিও স্কোয়াড চালু হবে। বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পরই সেই প্রতিশ্রুতি পূরণে উঠেপড়ে লাগে রেখার সরকার। এদিন বিজ্ঞপ্তি জারি করে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলা ও পুরুষ আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এমন ৩০টি দল গঠন করা হবে। যাঁদের কাজ হবে মহিলাদের উপর হওয়া অপরাধ নির্মূল করা।
রাজধানীর যে সব এলাকায় মহিলাদের উপর অত্যাচার, ইভটিজিং, যৌন হেনস্থা বা ধর্ষণের মতো অপরাধ বেশি ঘটে সেখানে টহল দেবে এই টিম। এঁরা কোনও খাকি উর্দিতে থাকবে না। সাধারণ মানুষের মধ্যে মিশে থাকবে। এবং কোনওরকম অভিযোগ এলে দ্রুত পদক্ষেপ নেমে এই বিশেষ দল। পাশাপাশি এই ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতনতা মূলক প্রচার চালাবেন এই আধিকারিকরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লির প্রতিটি জেলায় অন্তত দুটি করে এমন স্কোয়াড গঠন করা হবে। যার তত্ত্বাবধানে থাকবেন সেই জেলার মহিলা অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.