Advertisement
Advertisement
G20 Dinner

G-20: প্রাচীন ভারতের সুরলহরীতে অতিথি আপ্যায়ন, রাষ্ট্রপতির নৈশভোজে বিশেষ আয়োজন

বাজবে রুদ্রবীণার মতো প্রাচীন ভারতীয় বাদ্যযন্ত্র।

On Saturday President's G20 Dinner Ancient Musical Instruments To Delight Guests | Sangbad Pratidi
Published by: Kishore Ghosh
  • Posted:September 9, 2023 5:32 pm
  • Updated:September 10, 2023 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি ২০ সম্মেলনে (G20 Summit) জমজমাট রাজধানী। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা এখন দিল্লিতে (Delhi)। ঐতিহ্য মেনে ‘অতিথি নারায়ণ’-এর আপ্যায়নে বিন্দুমাত্র ফাঁক রাখছে না আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক দেশ ভারত। সেই সূত্রেই শনিবার রাষ্ট্রপ্রধানদের নৈশভোজে আমন্ত্রণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। মহাভোজের আগে সন্ধ্যায় অতিথি আপ্যায়নে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান। যেখানে গোটা বিশ্ব সাক্ষী হবে প্রাচীন ভারতের সুরলহরীতে। বাজবে রুদ্রবীণা, রাবণহাথা ইত্যাদি।

বিশেষ এই নৈশভোজের আয়োজন করা হয়েছে ভারত মণ্ডপমে। সেখানেই তুলে ধরা হবে দেশের বিভিন্ন ধারার সমৃদ্ধ সংগীতের ঐতিহ্যকে। অন্যতম উপস্থাপনা ‘ভারত বাদ্য দর্শনম’ বা ‘ভারতীয় সঙ্গীতের যাত্রা’ তুলে ধরবে ‘গান্ধর্ব আরাধ্যম’ নামের একটি সাংগীতিক দল। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি জানিয়েছেন, রাষ্ট্রপতির আতিথেয়তায় বিশেষ নৈশভোজ উপলক্ষে সংগীতানুষ্ঠানটি চলবে ঘণ্টা তিনেক ধরে। সেখানেই রুদ্রবীণা, রাবণহাথা, তবলা, পাশাপাশি পিয়ানোর অনুষ্ঠান করবেন একাধিক শিল্পীরা। লেখি বলেন, “আমাদের কাছে হিন্দুস্তানি এবং কর্নাটিক সঙ্গীতের উত্তরাধিকার রয়েছে। বিশেষভাবে সক্ষম শিল্পীরাও রাষ্ট্রপতি মুর্মু কর্তৃক আয়োজিত নৈশভোজে অনুষ্ঠান করবেন। যা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হয়ে উঠবে।”

Advertisement

[আরও পড়ুন: G-20: যৌথ ঘোষণাপত্রে ‘পরমাণু হুমকি’র নিন্দা, ইউক্রেন যুদ্ধে আরও চাপে রাশিয়া?]

প্রসঙ্গত, ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। পরম্পরা মেনেই শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেক্ষাপটে ওড়িশার কোনারক সূর্য মন্দিরের রথের চাকার একটি কোলাজ। তার সামনে দাঁড়িয়ে একে একে অতিথিদের স্বাগত জানালেন মোদি। আন্তর্জাতিক সম্মেলনের সব ক্ষেত্রে দেশের ঐতিহ্যকে তুলে ধরাই উদ্দেশ্যে। শনিবার রাতের সংগীতানুষ্ঠানের ফোকাসও তাই।   

[আরও পড়ুন: রাস্তার মাঝেই কিশোরকে মারধর, বাঁচাতে গিয়ে ইটের ঘায়ে প্রাণ গেল বাবার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement