সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরের মতানৈক্য যেন ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার প্রকাশ্যেই এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, সেই প্রস্তাব খারিজ করে দিলেন। পওয়ারের স্পষ্ট বক্তব্য, জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার কোনও প্রয়োজনই নেই।
গত ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন। সূত্রের খবর মমতা বলেন, খাড়গে অভিজ্ঞ রাজনীতিক। তিনি ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা। তাই তাঁকেই প্রধানমন্ত্রী মুখ করে ২০২৪-এর ভোটে লড়াইয়ের দিকে যাওয়া হোক। তাতে সম্মতি দেন অরবিন্দ কেজরিওয়ালও। যদিও ওই বৈঠকেই খাড়গে সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি ওই বৈঠকে বলেন, তিনি গরিবের কল্যাণ করতে এসেছেন। এসব চান না। কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘আগে ভোটে জিতি তার পর এসব ভাবা যাবে।’
খাড়গের সেই সুরই শোনা গেল পওয়ারের গলাতেও। তিনিও বলছেন, আগে জয়ের দিকেই নজর দিতে হবে। জয়ের জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণাটা একেবারেই জরুরি নয়। ১৯৭৭ সালের উদাহরণ দিয়ে এনসিপি সুপ্রিমো বললেন, “সাতাত্তরেও কোনও প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করা হয়নি। পরে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন। সেবার একটা নতুন দল তৈরি হয়েছিল। মোরারজি দেশাইয়ের নাম কোথাও ছিল না। তাও তিনি প্রধানমন্ত্রী হন। তাই ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার প্রয়োজন নেই।”
বকলমে মমতার প্রস্তাব খারিজ করে দিলেন প্রবীণ নেতা। এর আগে মমতার ওই প্রস্তাব নিয়ে বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন নীতীশ কুমার। পরে রাহুল গান্ধী নিজে ফোন করে নীতীশকে শান্ত করেন। এবার শরদ প্রকাশ্যে সেই প্রস্তাব খারিজ করলেন। অর্থাৎ মমতার ওই প্রস্তাব নিয়ে ইন্ডিয়ার অন্দরে বিভেদের সুর চড়া হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.