Advertisement
Advertisement
ইয়েস ব্যাঙ্ক

ইয়েস ব্যাংকের কর্ণধারের বাড়িতে ইডির হানা! জারি লুক আউট নোটিসও

ইয়েস ব্যাংকে ২৪৫০ কোটি টাকা লগ্নি করবে স্টেট ব্যাংক।

On Friday ED raid Yes Bank Founder Rana Kapoors house
Published by: Sucheta Chakrabarty
  • Posted:March 7, 2020 9:26 am
  • Updated:March 7, 2020 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়েস ব্যাংকের (Yes Bank)কর্ণধার রানা কপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি। রানা কপুরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে রানা কাপুরের বিরুদ্ধে। এমনকি মামলাও রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ইয়েস ব্যাংকের কর্ণধারের বাড়িতেও হানা দেয় ইডি। আর্থিক প্রতারণা মামলায় পিএমএলএ-র আওতায় তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি।

ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুর এবং অন্যান্য প্রাক্তন ডিরেক্টরদের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। গত মাসেই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কপুর। আর্থিক প্রতারণা পর তিনি যাতে পালিয়ে যেতে না পরেন তাই ইয়েস ব্যাংকের কর্ণধারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে ইডি। ইতিমধ্যেই ব্যাংক পরিচালনার ক্ষেত্রে শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরই শুক্রবার রানা কাপুরের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালান ইডি কর্তারা। যদিও রানা কাপুরের দাবি, গত ১৩ মাস ধরে ব্যাংকের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তাই এসব ঘটনার কিছুই জানেন না তিনি। প্রসঙ্গত ২০১৯ সালে একটি বেসরকারি সংস্থাকে তাঁর ইয়েস ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করে দেন রানা কাপুর। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, ইয়েস ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। ৩ এপ্রিল পর্যন্ত এই নয়া নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, ইয়েস ব্যাংকের কাজকর্মের সূচনা এবং কাজ চালিয়ে যাওয়ার পদক্ষেপের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংকের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে টাকা তোলার ঊর্ধ্বসীমা ঘোষিত হলেও, চিকিৎসা, উচ্চশিক্ষা, বিয়ে– এই ধরনের কোনও বিষয়ে জরুরি ভিত্তিতে বেশি টাকার প্রয়োজন হলে তা তোলা যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রিজার্ভ ব্যাংক নিজেও আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,”ব্যাংকের গুরুতর আর্থিক অবনতির কথা মাথায় রেখে ৩০ দিনের জন্য বোর্ডের হস্তান্তর করা হচ্ছে স্টেট ব্যাংকের কাছে। ইতিমধ্যেই ইয়েস ব্যাংকের ৪৯ শতাংশ মালিকানা কিনতে ও ২৪৫০ কোটি টাকা লগ্নি করতে রাজি হয়েছে স্টেট ব্যাংক।” এর আগে জানা গেছিল, ইয়েস ব্যাংকের পার্টনারশিপ কেনার জন্য স্টেট ব্যাংকের নেতৃত্বে তৈরি করা কনসোর্টিয়ামের অনুমোদন দিয়েছে সরকার। এবার রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হল,”ব্যাংক যাঁরা টাকা জমা রেখেছেন তাঁদের বিশ্বাস ফের ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ করা হয়েছে। আরও কিছু প্রকল্পও তৈরি করার কথা ভাবা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের হাতে কোনও বিকল্প ছিল না বলে সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে তারা।”

Advertisement

 [আরও পড়ুন:ইয়েস ব্যাংকের গেরোয় পুরীর জগন্নাথদেবও, আটকে ৫৪৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট]

ইয়েস ব্যাংক নিয়ে অনেকদিন ধরেই সংকট সৃষ্টি হয়েছিল। গত বৃহস্পতিবার সব জানাজানি হয়ে যায়। ইয়েস ব্যাংকে সংকট দেখা দেওয়ার পরে শুক্রবার প্রথম বিবৃতি দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়,”রিজার্ভ ব্যাংক এবং সরকার, উভয়েই ইয়েস ব্যাংকের বিষয়টি দেখছে। আমরা সকলের স্বার্থে দেখেই কোনও পদক্ষেপ নেব।” পরে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাংক তাঁকে জানিয়েছে, ইয়েস ব্যাংকের সংকট কাটাতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেও নিয়মিত যোগাযোগ রাখবেন রিজার্ভ ব্যাংকের সঙ্গে। ইয়েস ব্যাংকের সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেদিকে নজর রাখবেন।

 [আরও পড়ুন:জনসমক্ষে হেনস্তা! ঠিকানা ও ছবি-সহ CAA বিক্ষোভকারীদের নামে পোস্টার উত্তরপ্রদেশে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement