Advertisement
Advertisement

হেলমেট ছাড়াই স্কুটার চালিয়ে বিতর্কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ভিডিও ভাইরাল

দেখুন ভিডিও।

On Diwali night, Jharkhand CM rode a scooter without wearing a helmet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2017 3:30 pm
  • Updated:October 20, 2017 3:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ রাজ্যের মতোই ঝাড়খণ্ডেও পথ দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক নানা কর্মসূচি নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। রাস্তা মোড়ে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের হেলমেট পরিহিত ছবি দিয়ে হোর্ডিং লাগিয়েছে পরিবহণ দপ্তর। নিচে ক্যাপশন, ‘মুখ্যমন্ত্রী যদি হেলমেট পরতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না?’ অথচ দিওয়ালির রাতে জামশেদপুরের রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালালেন খোদ মুখ্যমন্ত্রী রঘুবর দাসই! হেলমেটহীন মুখ্যমন্ত্রীর বাইক সফরের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবল বিড়ম্বনায় পড়েছে বিজেপি।

[বিনুনি কেটে নেওয়ার আতঙ্কে মানসিক প্রতিবন্ধীকে পুড়িয়ে মারার চেষ্টা]

Advertisement

সাধারণ মানুষের মতো বছরভর চূড়ান্ত ব্যস্ত থাকেন রাজনৈতিক নেতারাও। দিওয়ালি, হোলিতে মতো উৎসবে সাধারণ মানুষ যখন  আনন্দে মেতে ওঠেন, তখন তাঁদের সঙ্গে্ মিশে যান জনপ্রতিনিধিরাও। এভাবেই জনসংযোগ বাড়িয়ে নেন তাঁরা। বৃহস্পতিবার দিওয়ালির রাতে সেই কাজটাই করতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তাতেই বিপাকে পড়েছেন তিনি।

[সুপ্রিম নিষেধাজ্ঞার ফল, দিল্লিতে কমল দূষণের মাত্রা]

জানা গিয়েছে, বৃহস্পতিবার জামশেদপুরে নিজের বাড়িতেই দিওয়ালি উদযাপন করেন মুখ্যমন্ত্রী। রাতে শহরবাসী দিওয়ালির শুভেচ্ছা জানাতে নিরাপত্তারক্ষী ছাড়াই বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি। নিজেই বাইক চালাচ্ছিলেন। কিন্তু, মাথায় হেলমেট ছিল না। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নিজের কয়েকজন ঘনিষ্ট অনুগামীকে বাইক চালিয়ে দু’কিমি রাস্তা পাড়ি দেন রঘুবর দাস। বেশ কয়েকজনের বাড়িতে যান তিনি। দুরত্ব খুব বেশি নয়। খোদ মুখ্যমন্ত্রীর হেলমেট ছাড়া বাইক চালানো নিয়ে জমে উঠেছে বিতর্ক। ঝাড়খণ্ড কংগ্রেসের সাধারণ সম্পাদক কিশোর শাহদেও বলেন, গত বছর এক অনুষ্ঠানে সাধারণ মানুষকে হেলমেট পরে বাইক চালানোর অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর ছবি দিয়ে চ্যানেলে, খবরের কাগজে বিজ্ঞাপনও দিচ্ছে সরকার। অথচ মুখ্যমন্ত্রী নিজেই আইনের তোয়াক্কা করছেন না।

[বিমানবন্দর, স্টেশনে বিনামূল্যে WiFi ব্যবহারে বাড়ছে সাইবার হানার আশঙ্কা]

বিরোধীদের আক্রমণের হাত থেকে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে আসরে নেমেছে বিজেপি। তবে কোনও জুতসই জবাব দিতে পারছে না তারা। শাসকদলের বক্তব্য, সংবাদমাধ্যমে শুধুমাত্র রঘুবর দাসের হেলমেট না পরে বাইক চালানোর দিকটি তুলে ধরছে। কিন্তু, দিওয়ালি রাতে মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেকথা কেউ বলছে না।

দেখুন ভিডিও:

 

[দিওয়ালিতে কাশ্মীরে বড়সড় হামলার ছক পাক জঙ্গি ও গুপ্তচর সংস্থার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement