সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মাঝে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট মিটতেই সেই স্বস্তি উধাও। পর পর দুমাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম।
রবিবার সকালে একধাক্কায় ৪৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের। দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ছিল ১৬৪৬ টাকা। সেটা এবার বেড়ে দাঁড়াল ১৬৯১ টাকা ৫০ পয়সা। একই ভাবে মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম বেড়েছে। কলকাতায় ৩৮ টাকা দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বৃদ্ধির পরে কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১,৮০২ টাকা ৫০ পয়সা।
এর আগে আগস্টের গোড়াতেই বাণিজ্যক গ্যাসের দাম বাড়ায় গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। সেবার দাম বাড়ানো হয় ৬.৫ টাকা করে। তার আগে জুন মাসে অবশ্য খানিকটা কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। সেবার একধাক্কায় ৬৯.৫০ টাকা করে কমানো হয় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। জুলাই মাসেও সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমানো হয়েছিল ৩০ টাকা করে।
হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder prices) ফের বাড়ায় নিঃসন্দেহে তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.