Advertisement
Advertisement

Breaking News

মাসিক ১৫ লক্ষ খোরপোশ দাবি করলেন ওমরের স্ত্রী

পায়েলের অভিযোগের ভিত্তিতে বিচারক অরুণকুমার আর্য ওমর আবদুল্লার বিরু‌দ্ধে একটি নোটিস জারি করেছেন৷

Omar Abdullah's estranged wife Payal Abdullah seeks maintenance of Rs 15 lakh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 12:14 pm
  • Updated:September 13, 2016 12:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসিক ১৫ লাখ টাকা খোরপোশ চেয়ে আদালতে আবেদন করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার স্ত্রী পায়েল৷ পায়েলের দাবি, দিল্লির সরকারি বাংলো থেকে উচ্ছেদ হওয়ার পর দুই ছেলেকে নিয়ে তাঁকে নিদারুণ অর্থকষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে৷
মাসখানেক আগে দিল্লি হাই কোর্টের নির্দেশে আকবর রোডে জম্মু-কাশ্মীর সরকারের বাংলো থেকে উঠে যেতে হয় পায়েল এবং তাঁর দুই ছেলেকে৷ পায়েল আদালতে জানান, তিনি এবং তাঁর দুই ছেলে যথাক্রমে জেড ও জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষার মধ্যে পড়েন৷ গৃহহীন হওয়ায় তাঁরা ভবঘুরের মতো জীবন কাটাচ্ছেন৷ সে কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তাই দুই ছেলের মাসিক খরচ বাবদ ১০ লাখ টাকা এবং বাড়ির জন্য মাসে পাঁচ লাখ টাকা দিতে হবে ওমরকে৷
পায়েল তাঁর অভিযোগে আরও বলেছেন, বিবাহিত জীবনে তাঁকে যথেষ্ট অত্যাচার ও অপমান সহ্য করতে হয়েছে৷ ২০১৩ সাল থেকে ওমর তাঁকে এবং তাঁর দুই ছেলেকে অবহেলা করে আসছেন৷ স্ত্রী ও সন্তানদের প্রতি কোনও দায়িত্বই পালন করেননি ওমর৷ পায়েলের অভিযোগের ভিত্তিতে বিচারক অরুণকুমার আর্য ওমর আবদুল্লার বিরু‌দ্ধে একটি নোটিস জারি করেছেন৷ ২৭ অক্টোবর বিচারক ওমরের বক্তব্য শুনবেন৷
অন্যদিকে পায়েলের বিরু‌দ্ধে ডিভোর্স চেয়ে আদালতে আবেদন করেন ওমর৷ ওমর জানান, পায়েলের ‘অমানবিক’ ব্যবহারে তিনি মানসিকভাবে বিপর্যস্ত৷ যদিও নিজের বক্তব্যের সাপেক্ষে তেমন কোনও জোরালো তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি ওমর৷ সে কারণে ওমরের আবেদন খারিজ করে দেয় আদালত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement