Advertisement
Advertisement

ইসলামই একমাত্র ধর্ম হওয়া উচিত বললেন ওম পুরি

নতুন সক্ষাৎকার প্রকাশ্যে আসায় ওম পুরির অস্বস্তি আরও খানিকটা বাড়বে এমনটাই মনে করছে বলিউড মহল৷

Om Puri said Islam Should be the only religion across the world
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 4:42 pm
  • Updated:October 20, 2016 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর থেকে ভারত-পাক বিবাদকে কেন্দ্র করে কার্যত বিভক্ত বলিউড৷ পাকিস্তানি অভিনেতাদের বলিউড থেকে বহিষ্কার করা নিয়ে প্রযোজক থেকে পরিচালক, অভিনেতা থেকে থিয়েটার হলের মালিক বিভিন্ন মহলেই বিভিন্ন মত৷ প্রখ্যাত বলিউড তারকা ওম পুরি প্রথম থেকেই পাকিস্তানি অভিনেতাদের পাশে দাঁড়িয়েছিলেন এই প্রসঙ্গে৷ কিন্তু এবার সরাসরি ইসলাম ধর্মের প্রচারে মনোনিবেশ করলেন ওম পুরি, এমনটাই মনে করছেন অনেকে৷

সম্প্রতি পাকিস্তানি একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ওম পুরি জানিয়েছেন, সারা বিশ্বে ইসলাম গ্রহণযোগ্য হওয়া উচিত বলেই তিনি মনে করেন৷ এবং তাঁর দাবি ইসলাম ছাড়া বিশ্বে কোন ধর্ম থাকাই উচিত নয়৷ সেই নির্দিষ্ট টিভি চ্যানেলটি সেই ভিডিওটি প্রকাশও করে৷ প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় এই ভিডিওকে কেন্দ্র করে৷ কয়েকদিন আগেই ভারতীয় টিভি চ্যানেলে আলোচনায় তিনি ভারতীয় সেনাদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন৷ ওম পুরি বলেছিলেন, সেনারা স্বেচ্ছায় দেশের জন্য প্রাণ বিসর্জন দেন৷ তাই উরি হামলার শহিদদের প্রতি আলাদা করে সমবেদনা দেখাতে তিনি চাননা৷ এই মন্তব্যকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতা৷

Advertisement

কিন্তু এই নতুন সক্ষাৎকার প্রকাশ্যে আসায় ওম পুরির অস্বস্তি আরও খানিকটা বাড়বে এমনটাই মনে করছেন বলিউড মহল৷ প্রায় গোটা বিশ্ব যখন ভারত-পাক বিবাদে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্দ্যত, সেই সময় ইসলামের পক্ষে সওয়াল তুলে ফের বিতর্ক তৈরি করলেন অভিনেতা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement