Advertisement
Advertisement

Breaking News

নামবদল ঘিরে বিতর্ক তুঙ্গে, এবার যোগীকে বিঁধলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য

টার্গেট করলেন বিজেপির তিন শীর্ষ মুসলিম নেতাকে৷

Om Prakash Rajbhar slammed Yogi Adityanath government
Published by: Tanujit Das
  • Posted:November 11, 2018 2:15 pm
  • Updated:November 11, 2018 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক নামবদল নিয়ে এবার যোগীর বিরুদ্ধে তোপ দাগলেন, তাঁরই মন্ত্রিসভার সদস্য৷ মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় উত্তরপ্রদেশে সরকারের সমালোচনা করলেন সেরাজ্যের মন্ত্রী ওম প্রকাশ রাজভর৷ দাবি জানালেন, বিজেপির তিন শীর্ষ মুসলিম নেতার নাম পরিবর্তনের৷ কটাক্ষ ও সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে৷

[অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী]

Advertisement

উত্তরপ্রদেশে বিজেপির অন্যতম জোটসঙ্গী হল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি৷ কখনও আলটপকা মন্তব্য করে বা কখনও সরকারের সমালোচনা করে, এর আগেও একাধিকবার খবরে উঠে এসেছেন ওই দলের সভাপতি ওম প্রকাশ রাজভর৷ যিনি আবার সেরাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রীও বটে৷ সম্প্রতি উত্তরপ্রদেশের একের পর এক শহরের নাম পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মোঘল আমলে দেওয়া সেই সমস্ত শহরের নাম বদলে হিন্দুত্বের মোড়ক দেওয়া হয়েছে৷ মোঘলসরাই স্টেশনের নাম পালটে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন৷ এলাহাবাদ শহরের নাম বদলে করা হয়েছে প্রয়াগরাজ এবং ফৈজাবাদের নাম বদলে করা হয়েছে অযোধ্যা৷ সূত্রের খবর, ভবিষ্যতে আরও বেশ কয়েকটি শহরের নাম পরিবর্তনের পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের৷ এমত পরিস্থিতিতে যোগী সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হয় মন্ত্রী ওম প্রকাশ রাজভরের কাছে৷ উত্তরে যোগী সরকারকে কার্যত তুলোধোনা করেন তিনি৷ জানান যে, শহরের নাম পরিবর্তনের আগে বিজেপির উচিত তাঁদের তিন শীর্ষ নেতা, জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হোসেন, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি ও উত্তরপ্রদেশের মন্ত্রী মহসুন রাজার নাম পরিবর্তন করে দেওয়া৷ এরপরেই মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন তিনি৷ জানতে চান, “আমরা কি জিটি রোডের ব্যবহার ছেড়ে দেব?” “লালকেল্লা ও তাজমহল কে নির্মাণ করেছে?”

[ভোটের আগের দিন ফের উত্তপ্ত ছত্তিশগড়, বিস্ফোরণে জখম বিএসএফ আধিকারিক]

দিন কয়েক আগেও উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুর চড়ান মন্ত্রী ওম প্রকাশ রাজভর৷ তিনি বলেন, “ব্যর্থতা ঢাকতেই রাম মন্দির বিতর্ককে হাতিয়ার করছে যোগী আদিত্যনাথের সরকার৷” এর আগেও একাধিকবার যোগীকে অস্বস্তিতে ফেলেছেন তাঁর মন্ত্রিসভার এই সদস্য৷ এমনকী, রাজ্যসভা ভোটর সময়ও তিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি প্রার্থীকে ভোট দিতে বেঁকে বসেছিলেন৷ পরে অমিত শাহের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement