Advertisement
Advertisement
Rahul gandhi

‘অসত্য বলবেন না’, লোকসভায় রাহুলকে ধমক ওম বিড়লার, কেন?

লোকসভায় বাদল অধিবেশনে বাজেট নিয়ে বিরোধী আক্রমণ।

Om Birla on Rahul gandhi's Lok Sabha budget Speech
Published by: Kishore Ghosh
  • Posted:July 29, 2024 2:39 pm
  • Updated:July 29, 2024 3:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বাদল অধিবেশনে বাজেট নিয়ে বিরোধী আক্রমণ। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং স্পিকার ওম বিড়লার মধ্যে বাদানুবাদ। মোদি সরকারের ‘ছয় চক্রব্যুহ’ তথা নীতি নিয়ে তোপ দাগেন রাহুল। বিক্ষোভকারী কৃষক প্রতিনিধিদের সদনে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তখনই কংগ্রেস নেতার উদ্দেশে গলা চড়িয়ে ওম বিড়ালর মন্তব্য, ‘মাননীয় সাংসদ দয়া করে অসত্য বলবেন না’। কী বলেছেন রাহুল? সত্যিই মিথ্যার আশ্রয় নিয়েছেন তিনি?

এদিন কেন্দ্রের বাজেটের সমালোচনায় বিরোধী দলনেতা রাহুল বলেন, বাজেট হওয়া উচিত ছিল দেশের কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, যুবাদের স্বার্থে। তাঁদের সামাজিক এবং আর্থিক শক্তি বাড়ানোই সরকার কর্তব্য। যদিও মোদি সরকারের ভুল নীতির কারণে উলটে আর্থিক বৈষম্য বাড়ছে। একথা বলার পাশাপাশি রাহুল অভিযোগ করেন, তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধি দল। যদিও তাঁদেরকে সদনে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এই কথাতেই রাহুলকে ধমক দেন স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, “সদনে দাঁড়িয়ে অসত্য বলবেন না।” স্পিকার একথা বলায় বিরোধী বেঞ্চে হট্টোগোল শুরু হয়। যদিও ‘ভুল’ শুধরে নেন রাহুল।

 

[আরও পড়ুন: বিহারে ৬৫% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল, সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা নীতীশের]

কংগ্রেস সাংসদ বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, প্রাথমিকভাবে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরে সাংবাদিকদের সঙ্গে সদনের বাইরে গিয়ে দেখা করলে কৃষক প্রতিনিধিদের সদনে ঢুকতে দেওয়া হয়। উত্তরে ওম বিড়লা বলেন, সদনের ভিতরে জুরি ডিকশান তাঁর। বেশ কিছু নিয়ম রয়েছে। সেই মতো নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর রাহুল মেনে নেন এই বিষয়ে তাঁর জানা ছিল না। ভুল স্বীকার করেন তিনি। স্পিকার-বিরোধী দলনেতা বাদানুবাদ এখনেই মিটে যায়।

 

[আরও পড়ুন: নিরাপত্তার দোহাই দিয়ে কাশ্মীরে নির্বাচন বন্ধের আশঙ্কা বাসিন্দাদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement