বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক পদকজয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিং (Vijender Singh)। গত বছরই কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে সাক্ষী-ভিনেশদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় তিনি মোদি সরকারকে তোপ দেগেছিলেন। মঙ্গলবারও রাহুল গান্ধীর করা মোদিবিরোধী পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। এবার গেরুয়া শিবিরেই যোগ দিলেন তারকা বক্সার।
২০১৯ সালে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান বিজেন্দর। দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু বিজেপির রমেশ বিধুরির কাছে তাঁকে হারতে হয়েছিল। কিন্তু এবারও তাঁকে ভোটে (Lok Sabha Election 2024) দাঁড় করানোর পরিকল্পনা ছিল বলেই খবর। মথুরায় হেমা মালিনীর বিরুদ্ধে বিজেন্দরকে প্রার্থী করতে চেয়েছিল হাত শিবির, সূত্রের দাবি এমনটাই। লক্ষ্য ছিল জাঠ সম্প্রদায়ের ভোট আকর্ষণ করা। হরিয়ানার মতোই পশ্চিম উত্তরপ্রদেশেও যা অন্যতম ফ্যাক্টর। কিন্তু শেষপর্যন্ত কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন তারকা বক্সার।
২০২৩ সালে কুস্তিগিরদের সমর্থনে তাঁদের আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বিজেন্দর। সেই সময় প্রধানমন্ত্রীকেও একহাত নিয়েছিলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ”যখন আমরা পদক জিতে ফিরে ফিরি তখন সাতদিনের মধ্যে প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে ডেকে চা খাওয়ান, ছবি তোলেন। কিন্তু আজ পদকজয়ীরা প্রতিবাদ করছেন, পদক ফেলে দিতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি যে পদক ফেলবেন না।” মোদি সরকারের সমালোচনায় তার আগেও মুখর হতে দেখা গিয়েছে তাঁকে। দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দেওয়া হয় বলেও খোঁচা দিয়েছিলেন তিনি। গেরুয়া শিবিরের এহেন সমালোচক এবার পদ্ম শিবিরেই যোগ দিলেন। প্রসঙ্গত, রাহুল গান্ধীর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বিজেন্দরের। তিনি কংগ্রেসের প্রাক্তন সভাপতির সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’তেও যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি বার বার মোদি সরকারকে খোঁচা দেওয়া রাহুলের পোস্টও তিনি রিটুইট করেছিলেন। এমনকী, মঙ্গলবারও করেছিলেন। কিন্তু বুধবার আচমকাই দল পালটে ফেললেন তারকা বক্সার।
ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন বিজেন্দরই। ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেন তিনি। এছাড়াও ২০০৬ ও ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে রুপো জেতার পাশাপাশি ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১০ সালের কমনওয়েলথেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.