সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যসচিব রামমোহন রাওকে পদ থেকে অপসারিত করা হল বৃহস্পতিবার৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব গিরিজা বিদ্যাননন্থন৷ বুধবার থেকে আয়কর বিভাগের কর্তারা কালো টাকার খোঁজে রামমোহন রাওয়ের আবাসনে তল্লাশি চালাচ্ছিলেন৷ অভিযানে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা৷ দুর্নীতিতে জড়িত থাকার পাশাপাশি রাওয়ের বিরুদ্ধে খনি মাফিয়া জে শেখর রেড্ডির সঙ্গে আঁতাতেরও অভিযোগ উঠেছে৷
মুম্বই বিমানবন্দর থেকে এদিন ২০০০ টাকার নোটে ২৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে৷ দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ওই টাকা৷
Mumbai: Rs 28 lakh in new Rs 2000 notes seized from a passenger, going to Dubai, at Mumbai Airport. pic.twitter.com/UeOvMMXVAJ
— ANI (@ANI_news) December 22, 2016
চেন্নাই বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ১ কোটি ৩৪ লক্ষ টাকা উদ্ধার করেছে৷ সূত্রের খবর, ওই বিপুল টাকার পুরোটাই উদ্ধার হয়েছে নতুন ২০০০ টাকার নোটে৷ এই ঘটনায় জড়িত সন্দেহে আধিকারিকরা ৫ জনকে গ্রেফতার করেছেন৷
DRI intercepted Rs 1.34 Crore in Rs 2000 denomination from five persons in the early morning hours near Chennai Airport.
— ANI (@ANI_news) December 22, 2016
কর্নাটকর হুবলি থেকে প্রায় ৩০ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করল পুলিশ৷ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতারও করা হয়েছে৷
(Hubli) Karnataka: Police arrests two people with Rs 29.98 Lakh in new currency notes.
— ANI (@ANI_news) December 22, 2016
মধ্যপ্রদেশের ছাত্তারপুরের লবকুশনগর থেকে ধৃত ২৷ অভিযুক্তদের বিরুদ্ধে জাল ২০০০ টাকার নোট ছাপানোর অভিযোগ উঠেছে৷ জাল নোট ছাপাতে ব্যবহার করা হচ্ছিল যে কালার প্রিন্টারটি, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
(Dhamtari) Chhattisgarh: Two Naxal supporters arrested with Rs 3.5 Lakh in new currency notes.
— ANI (@ANI_news) December 22, 2016
ছত্তিসগড়ে দুই নকশাল সমর্থকের কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা নতুন নোট উদ্ধার হয়েছে৷
এই ঘটনার পাশাপাশি, রাজধানী দিল্লির রেল স্টেশন থেকে বৃহস্পতিবার ভোরবেলা উদ্ধার হল ৩১ লক্ষ টাকা৷ সূত্রের খবর, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ অর্থ৷
Old currency notes of Rs 500 and Rs 1000 worth Rs 31 lakhs seized from a person at New Delhi Railway station, income tax department informed pic.twitter.com/alBgjlwJ9p
— ANI (@ANI_news) December 22, 2016
অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যসচিব রামমোহন রাওয়ের আবাসনে আজ সকালেও তল্লাশি জারি রেখেছে আয়কর বিভাগ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, চেন্নাইয়ে আন্নানগরে তাঁর আবাসনে আজ সকাল থেকেই দফায় দফায় অভিযান চালাচ্ছেন আয়কর বিভাগের কর্তারা৷ শেষ পাওয়া খবরে তাঁর আবাসন থেকে নতুন নোটে নগদ ৩০ লক্ষ টাকা ও ৫ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে৷ তাঁর পুত্র বিবেকের কাছ থেকে উদ্ধার হয়েছে হিসাব বহির্ভূত ৫ কোটি টাকা৷ আধাসেনা ঘিরে রেখেছে মুখ্যসচিবের আবাসন৷ বুধবার রাত থেকে জারি রয়েছে তল্লাশি৷ খনি মাফিয়া শেখর রেড্ডির সঙ্গে অশুভ আঁতাতের অভিযোগ রয়েছে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে৷
Chennai: IT raid at Tamil Nadu Chief Secretary Rammohan Rao’s residence in Anna Nagar concluded this morning. pic.twitter.com/biRxf15s6f
— ANI (@ANI_news) December 22, 2016
কেরলেও প্রচুর কালো টাকা উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের আধিকারিকরা৷ কন্নুর, কোঝিকোড়ে ও ত্রিচুর, কোল্লাম ও মালাপ্পুরমের একাধিক কো-অপারেটিভ ব্যাঙ্কে হানা দিয়েছে সিবিআই৷ বাজেয়াপ্ত হয়েছে প্রচুর সম্পত্তি, খোঁজ মিলেছে ভুয়া অ্যাকাউন্টের৷
Kerala: ED officials conduct inspections in the state cooperative bank of Kannur, Kozhikode and Thrissur and CBI in Kollam and Malappuram.
— ANI (@ANI_news) December 22, 2016
উত্তরপ্রদেশেও পরিস্থিতিটা একই৷ বুধবার রাতে সাম্ভাল জেলার চান্দাউসি থেকে মোট ২০ লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে ২ জনকে৷ তাদের কাছ থেকে নতুন নোটে উদ্ধার হয়েছে ১৬ লক্ষ টাকা৷
2 people arrested with Rs 20,31,500 in Chandausi of Sambhal district yesterday. Rs 16 Lakh in new Rs 2000 notes recovered. Probe underway. pic.twitter.com/wj6pDTs1Uf
— ANI UP (@ANINewsUP) December 22, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.