Advertisement
Advertisement

ধর্মঘটের ডাক ওলা-উবের চালকদের

পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা৷

Ola-Uber cab drivers go on strike
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 8:46 am
  • Updated:February 10, 2017 8:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাজধানী নয়াদিল্লি ও এনসিআরে ধর্মঘটের ডাক দিল অ্যাপ নির্ভর ট্যাক্সি সার্ভিস ওলা ও উবের চালকদের সংগঠন৷ এর ফলে এদিন রাস্তায় বেরিয়ে লাক্সারি ক্যাব পেতে বেগ পেয়েছেন রাজধানীর বাসিন্দারা৷

সর্বদয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের ডাকা এদিনের ধর্মঘটে ২০০০-এরও বেশি চালক যোগ দিয়েছেন বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদপত্র৷ টার্গেট পূরণের জন্য আরও বেশি সময় ও বকশিস বাড়ানোর দাবিতে এদিন ধর্মঘট ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷ সংগঠনের কর্তাদের আশা, অন্তত ৪০ থেকে ৫০ হাজার ট্যাক্সিচালক তাঁদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করবেন৷

Advertisement

(গোপনে আস্ত একটি পারমাণবিক শহর তৈরি করছে ভারত, অভিযোগ পাকিস্তানের)

সম্প্রতি, এক উবের চালকের দুর্ঘটনায় মৃত্যুর পর ধর্মঘটিদের দাবি, লাক্সারি ক্যাব চালকদের জন্যও বিমার বন্দোবস্ত করতে হবে মালিকপক্ষকে৷ একটি সূত্রের দাবি, দিল্লির পাশাপাশি এই একই দাবিতে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও বিক্ষোভ দেখাচ্ছে ওলা-উবের চালকরা৷ এদিন রামলীলা ময়দান থেকে যন্তরমন্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করারও পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের৷ তাঁদের দাবি, ওলা ও উবেরের ভাড়া অবিলম্বে বাড়াতে হবে৷ নিয়ম মাফিক পুরো সাপ্তাহিক বেতন দিতে হবে চালকদের৷ প্রতি কিলোমিটার ৬ টাকা ভাড়ায় ট্যাক্সি পরিষেবা দেওয়া বন্ধ করতে হবে৷ ‘শেয়ার রাইড’ বন্ধ করতে হবে৷ দাবি পূরণ না হলে তাঁরা আমরণ অনশনে যাবেন বলেও আগাম হুমকি দিয়ে রেখেছেন ওলা-উবের চালকরা৷ এর পাশাপাশি, দুই সংস্থাকেই নতুন গাড়ি কেনা বন্ধ করতে হবে বলেও দাবি করেছেন বিক্ষোভকারীরা৷

এ বিষয়ে উবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, “কয়েকজন বিক্ষোভকারী রাজধানীতে ট্যাক্সি পরিষেবা বিঘ্নিত করছে৷ তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজধানীকে সচল রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ চালক ও যাত্রীর নিরাপত্তাকে আমরা সবসময়ই প্রাধান্য দিই৷”

(মুশফিকরের আজব রিভিউ কল দেখে হেসে গড়াগড়ি কোহলি)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement