অভিযুক্ত ওলা চালকের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো শহরগুলিতে অ্যাপ ক্যাব চালকদের (Aap Cab Driver) বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। এবার দিল্লিতে এক ওলা চালকের বিরুদ্ধে অভিযোগ উঠল যাত্রীকে চড় মারার। তাও তাঁর ৬ বছরের সন্তানের সামনে। এই ঘটনাকে ঘিরে উত্তাল সোশাল মিডিয়া। উঠেছে ওলা বয়কটের ডাকও।
ঠিক কী হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কিরণ বর্মা (Kiran Verma) নামের ওই যাত্রী। তিনি লিখেছেন, গত মাসে দিল্লিতে এই বিশ্রী ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। কিরণের দাবি অনুযায়ী, ঘটনার দিন ৬ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন কিরণ। তবে চালক প্রথমে ‘রাইড ক্যানসেল’ করতে বলেন তাঁকে। তিনি তা করেননি। শেষপর্যন্ত যেতে রাজি হলেও নগদে ভাড়া মেটানোর দাবি করতে থাকেন অভিযুক্ত চালক। এর পরই তাঁর সঙ্গে কিরণের বচসা চরমে পৌঁছয়। এমনকী চালক এমনও দাবি করেন, রাস্তায় প্রবল যানজট রয়েছে। বাড়তি টাকা দিতে হবে। গাড়ি ১ কিলোমিটার যাওয়ার পরই তিনি ওই দাবি করতে থাকেন। এমনকী চিৎকারও করেন। শেষপর্যন্ত কিরণকে গাড়ি থেকে নেমে যেতেও বলেন তিনি। কিরণের দাবি, ‘এই ঘটনায় আমার ৬ বছরের সন্তান রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে।’
সন্তানের নিরাপত্তার কথা ভেবে সেখান থেকেই ওলার হেল্পলাইন ও পুলিশের ফোন করেন কিরণ। পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতেই সন্তানের সঙ্গে গাড়ি থেকে নেমে যান কিরণ। সোশ্যাল মিডিয়া পোস্টে কিরণের দাবি, ‘গাড়ি থেকে নামার পর চালককে টাকা দেব না বলে জানিয়ে দেই আমি। এবং ওই চালকের একটি ছবিও তুলি। এর পরই তিনি গাড়ি থেকে নেমে এসে সন্তানের সামনেই আমার গালে সজোরে চড় মারেন।’
এখানেই শেষ নয়। এর পরও আরও এক বার কিরণকে চড় মারেন ওই চালক, অভিযোগ তেমনই। কিরণ নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, তিনি ওলায় অভিযোগ জানালেন সংস্থার তরফে পরিষ্কার জানানো হয় অভিযুক্ত ক্যাব ড্রাইভারকে কোনও টাকা না দেওয়ার জন্য। সেই সময় ফোন লাউড স্পিকারেই ছিল। শুনতে পেয়ে ফের তাঁকে চড় মারেন ওলার চালক।
আর এপ্রসঙ্গে কিরণের অভিযোগের তির ওলার দিকেও। তাঁর দাবি, গোটা ঘটনার বিস্তারিত অভিযোগ জানানোর পরও ওলার তরফে ওই চালকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। কিরণের সোশাল মিডিয়া পোস্টে ঘটনার কথা শুনে তাঁর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। ওই চালকের শাস্তির দাবি তোলার পাশাপাশি ওলা ক্যাব বয়কটের ডাকও দিয়েছে নেটদুনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.