সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল, ডিজেলের দাম মেটাতে নাভিশ্বাস উঠছে আমজনতার। যাবতীয় রেকর্ড ভেঙে চড়চড়িয়ে বেড়েছে জ্বালানির দাম। সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যেই লাফিয়ে বেড়েছে অয়েল ইন্ডিয়ার (Oil India) লাভের পরিমাণ। একধাপে ৪০ শতাংশ বেশি লাভের মুখ দেখেছে সরকারি সংস্থাটি। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১৭৪৬ কোটি টাকা লাভ হয়েছে অয়েল ইন্ডিয়ার। ইতিহাসে প্রথমবার এক ত্রৈমাসিকে এত বেশি লাভ করেছে তারা।
পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষের তুলনায় লাফিয়ে বেড়েছে জ্বালানি ও গ্যাস উৎপাদনের পরিমাণ। ২০২১-২২ সালের থেকে ৭.০৩ শতাংশ বেড়েছে অশোধিত তেল উৎপাদনের পরিমাণ। সেই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও বেড়েছে ১.৬৪ শতাংশ। সংস্থার উৎপাদনের পরিমাণ বাড়তেই লাফিয়ে বেড়েছে লাভের অঙ্ক।
সদ্যসমাপ্ত ত্রৈমাসিকে লাভের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ১৪ হাজার কোটির আশাপাশে। কিন্তু নির্ধারিত সময়ে প্রত্যাশার চেয়ে অনেক বেশি লাভ হয়েছে অয়েল ইন্ডিয়ার। ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে লাভের অঙ্ক। একবছর আগের তুলনায় ৪০ শতাংশ বেশি লাভ করেছে সরকারি সংস্থা।
বিশেষজ্ঞদের মতে, অতিমারী পরবর্তী সময়ে জ্বালানির ও পেট্রোপণ্যের চাহিদা বেড়েছে। জোগান দিতে গিয়ে উৎপাদনের হার বাড়াতেই লাভের অঙ্কও উর্ধমুখী। অয়েল ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, একটি ত্রৈমাসিকে এত বেশি লাভ আগে কোনওদিন হয়নি। জ্বালানির যথাযথ মূল্য নির্ধারণ ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি- এই দুই কারণেই এত বেশি লাভ করেছে সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.