Advertisement
Advertisement

Breaking News

জুলাই থেকে প্রতি মাসে বাড়বে ভরতুকিযুক্ত কেরোসিনের দাম

আগামী বছরের এপ্রিল পর্যন্ত বাড়তে থাকবে এই দাম৷

Oil companies get nod to increase kerosene price by 25 paise every month till April 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 12:28 pm
  • Updated:July 14, 2016 12:30 pm  

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: এবারে বাড়ল কেরোসিনের দামও৷ ভরতুকির বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ১০ মাসের জন্য কেরোসিনের দাম প্রত্যেক মাসে প্রতি লিটারে ২৫ পয়সা বাড়ানোর অনুমতি দিয়েছে৷ ফলে ২০১৭’র এপ্রিল মাস পর্যন্ত এক লিটার কেরোসিনের দাম এখনকার তুলনায় আড়াই টাকা বেশি হবে৷

২০১১ সালের জুন মাসে কেরোসিনের দাম শেষ বার লিটার প্রতি ২ টাকা ৬৪ পয়সা বেড়ে ছিল৷ তার পাঁচ বছর পর বাড়ানো হল ভরতুকিযুক্ত কেরোসিনের দাম৷ এর ফলে চলতি আর্থিক বছরে কেরোসিনে ভরতুকির পরিমাণ ৭৬০ কোটি টাকা কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

দাম বাড়ানোর জন্য চলতি অর্থবর্ষে কেরোসিনের পিছনে সম্ভাব্য ভরতুকির পরিমাণ ৯ থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে৷ ফলে দেশের কয়েক কোটি পরিবারের উপর কিছুটা আর্থিক বোঝা চাপবে বলে মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement