সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসের আট তারিখই দেশে বাতিল ঘোষণা করা হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। ইতিমধ্যেই দেশে এই ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এত বাতিল নোট যাবে কোথায় তা নিয়ে সাধারণ মানুষের মনে বহুবার জেগেছে প্রশ্ন।
কিন্তু এবার বাতিল নোট কাজে লাগানোর অভিনব রাস্তা দেখাল ওড়িশার এক যুবক। বাতিল ৫০০ টাকার নোট দিয়ে তৈরি করা যাবে বিদ্যুৎ, এমনটাই দাবি লছমন ডান্ডির। এমনকী যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে তাতে আলো জ্বালানো যাবে বলেও তাঁর মত। কীভাবে তা সম্ভব? তিনি জানিয়েছেন বাতিল এই ৫০০ টাকার নোটকে সূর্যের আলোয় রাখলে নোটে থাকা সিলিকন প্লেট বিদ্যুৎ উৎপন্ন করে। সিলিকন প্লেটে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ পাঁচ ভোল্ট। নোটের এই বিদ্যুৎ ট্রান্সফরমার এবং বৈদ্যুতিক তারের সঙ্গে যুক্ত করলে ২২০ ভোল্ট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলেও জানিয়েছেন লছমন। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে বাল্ব এবং পাখা চালানো যেতে পারে। এই বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চিত রাখলে ২৪ ঘণ্টা কাজ করা সম্ভব বলেও তাঁর দাবি। গোটা বিষয়টি নিজের হাতে প্রমাণ করেছেন তিনি। জানিয়েছেন, বাতিল নোট এইভাবে ব্যবহার করতে সরকারের সাহায্য চান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.