Advertisement
Advertisement

Breaking News

Odisha Train Tragedy

করমণ্ডল ট্রেন দুর্ঘটনা: ৩ রেল আধিকারিককে গ্রেপ্তার করল CBI, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু

প্রমাণ লোপাটের অভিযোগও তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

Odisha Train Tragedy: 3 railway employees Arrested | Sangbad Pratidin

ওড়িশার বাহানাগার কাছে দুটি ট্রেনকে ধাক্কা দিয়ে উলটে যায় করমণ্ডল এক্সপ্রেস।

Published by: Sulaya Singha
  • Posted:July 7, 2023 6:56 pm
  • Updated:July 7, 2023 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শুক্রবার তিন রেল আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ মামলা রুজু করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ধৃতরা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। সূত্রের খবর, তাঁদের কর্মকাণ্ডের জেরেই এই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। তাঁরা আগেভাগেই জানতেন যে তাঁদের কার্যকলাপের জেরে এহেন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই কারণেই তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ মামলা রুজু করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হাসিনার সঙ্গে সাক্ষাতের পরই সিদ্ধান্ত বদল, অবসর প্রত্যাহার তামিমের]

উল্লেখ্য, গত ২ জুন সন্ধেয় তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান ২৯০ জন। আহত হন বারোশোরও বেশি যাত্রী। সেই দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। সিবিআই তদন্তের মাঝেই চলতি মাসের গোড়ায় রিপোর্ট জমা দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেখানে স্পষ্ট বলা হয়, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল না। কর্মীদের ভুলেই এই ঘটনা। শোনা যাচ্ছে, ঘটনার পিছনে অফিসারদের অবহেলা একটি কারণ। আর এদিন কার্যত একই কারণ তুলে ধরে তিন রেল আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই।

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু রয়েছে। তিন রেল আধিকারিকের গ্রেপ্তারিতে রেলের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

[আরও পড়ুন: সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করানোই লক্ষ্য, লে-লাদাখ থেকে বাহিনী এল আকাশপথে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement