Advertisement
Advertisement

Breaking News

Odisha

হস্টেলের খাবারে মরা ব্যাঙ, ছবি পোস্ট করে প্রতিবাদ ছাত্রের, চাঞ্চল্য ইঞ্জিনিয়ারিং কলেজে

ক্যান্টিনের দায়িত্বে থাকা সংস্থাকে লঘুদণ্ড, অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Odisha Student Finds Dead Frog In Hostel Food and College Authority Responds | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 24, 2023 5:11 pm
  • Updated:September 24, 2023 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার (Odisha) ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের খাবারে মরা ব্যাঙ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল ভূবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে। ঘটনার প্রতিবাদে খাবারের ছবি-সহ সমাজমাধ্যমে একটি পোস্ট দেন আর্যাংশ নামের এক ছাত্র। যা নিমেষে ভাইরাল হয়। নেটিজেনরা তীব্র নিন্দা করেন এই ঘটনার। পরিস্থিতি সামাল দিতে হস্টেলের ক্যান্টিনের দায়িত্বে থাকা সংস্থার নামে নোটিস জারি করে কলেজ কর্তৃপক্ষ। তাদের একদিনের প্রাপ্য কেটে নেওয়া হয়। যদিও কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুপাপে লঘুদণ্ডের অভিযোগ তুলেছে পড়ুয়ারা।

আর্যাংশ যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে খাবারের প্লেটের পাশে মেঝেতে পড়ে আছে একটি মরা ব্যাঙ। ক্যাপশানে লেখা হয়েছে, ভারতের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে ৪২তম স্থানে রয়েছে কেআইটি ভূবনেশ্বর। এখানে পড়ানোর জন্য আনুমানিক সাড়ে সতেরো লক্ষ টাকা খরচ করেন অভিভাবকরা। এর এই হল কলেজ হস্টেলের খাবারের অবস্থা। অথচ আমরা অবাক হই, কেন ছেলেমেয়েরা বিদেশে পড়তে চলে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘বেশি জল নয় তামিলনাড়ুকে’, কাবেরী বিতর্কে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরু বনধের ডাক]

পরে কলেজের কর্তৃপক্ষের নোটিসের কথাও আর্যাংশই জানান। ২৩ সেপ্টেম্বরের ওই নোটিসে বলা হয়, খাবার ছিল ‘সম্পূর্ণ অস্বাস্থ্যকর’। পড়ুয়ারা ‘অখুশি’। এর ফলে শাস্তি হিসেবে হস্টেলের ক্যান্টিনের দায়িত্বে থাকা সংস্থার একদিনের প্রাপ্য (ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার) কেটে নেওয়া হয়। পাশাপাশি কলেজে কর্তৃপক্ষের পরামর্শ, ভবিষ্যতে খাদ্য প্রস্তুত করার সময় সতর্ক থাকতে হবে। রান্নাঘর, স্টোর রুম এবং খাবর যেন স্বাস্থ্যকর হয়।

[আরও পড়ুন: রাজস্থান বিধানসভায় আদৌ জিতবে কংগ্রেস? সংশয়ে খোদ রাহুল গান্ধীই]

কলেজ কর্তৃপক্ষের এমন দায়সারা মনোভাবে বিরক্ত পড়ুয়া এবং নেটিজেনরা। তাঁদের বক্তব্য, মরা ব্যাঙ থাকা ওই খাবার খেলে পড়ুয়ার মৃত্যু পর্যন্ত হতে পারত। এত বড় ঘটনার পর এই নোটিস মানা যায় না। একজন মন্তব্য করেছেন, “প্রায় সব সরকারি কলেজে ক্যান্টিনের খাবার নিকৃষ্টমানের কিন্তু প্রাইভেট কলেজে পাঁচতারা মানের খাবার মেলে।” আরেক নেটিজেনের মন্তব্য, “দুঃখজনক… কলেজ কর্তৃপক্ষ, ক্যান্টিনের ঠিকাদার, ইনচার্জ সকলের বিরুদ্ধে মামলা করা উচিত এবং তাদের লাইসেন্স বাতিল করা উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement