সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪০ টাকা নিয়ে বিবাদ। তার জেরেই বচসা থেকে হাতাহাতি। এমনকী খদ্দেরের মারে প্রাণ গেল দোকানদারের! বুধবার এমন ‘হত্যাকাণ্ডে’র ঘটনা ঘটেছে ওড়িশার ভদ্রক জেলায়। ওই খদ্দেরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিজয় পাণ্ডে। ভদ্রক থানার অন্তর্গত বরালপোখারি গ্রামে তাঁর দোকান ছিল। স্থানীয় সূত্রে খবর, এদিন একজন বিজয়ের দোকানে এসে বেশ কিছু জিনিস কেনেন। সবমিলিয়ে দাম হয় ১৮০ টাকা। কিন্তু ওই খদ্দের বিজয়কে দিয়েছিলেন ১৪০ টাকা। হিসাব মতো বাকি ৪০ টাকা চেয়েছিলেন বিজয়। কিন্তু সেই টাকা পরে মিটিয়ে দেওয়ার কথা বলেন অভিযুক্ত ব্যক্তি। যাতে আপত্তি জানান বিজয়। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। যা গড়ায় হাতাহাতিতে। সে সময়ই মাটিতে লুটিয়ে পড়েন বিজয় এবং অজ্ঞান হয়ে যান। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
এর পরই ছুটে আসেন গ্রামবাসীরা। বিজয়কে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই খদ্দেরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজয়ের পরিবার। এনিয়ে ভদ্রকের ডিএসপি অংশুমান দ্বিবেদী জানিয়েছেন, “এই ঘটনার একটি মামলা দায়ের হয়েছে। ওই খদ্দেরকে চিহ্নিত করা গিয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। দেহটি ভদ্রক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে। রিপোর্ট পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.