Advertisement
Advertisement

পর্যাপ্ত শিক্ষক, ক্লাসঘর, শৌচালয় ছাড়াই চলছে ওড়িশার একাধিক স্কুল

অপরদিকে মন্ত্রীর দাবি ৫১,০০০ স্কুলে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷

Odisha schools are suffering for improper infrastructure
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 2:56 pm
  • Updated:September 23, 2016 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ওড়িশায় ৫২,০০০ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পিছু শিক্ষক নেই৷ এমনকী ৪১,০০০ স্কুলে ক্লাস পিছু ক্লাসরুমও নেই৷ এই তথ্য জানিয়েছেন ওড়িশা স্কুল অ্যান্ড মাস এডুকেশন মন্ত্রী দেবী প্রসাদ মিশ্র স্বয়ং৷

অধিবেশনে বিজেপি বিধায়ক দিলীপ রায়-এর প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই তথ্য প্রকাশ্যে আসে৷ এই তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রায় ২১২টি স্কুলে শৌচালয়ের সুবিধাও নেই৷ যদিও কেন এমন পরিস্থিতি, তার সদুত্তর পাওয়া যায়নি৷ অপরদিকে মন্ত্রীর দাবি ৫১,০০০ স্কুলে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ তাও স্কুলে শিক্ষক না নিয়োগ হওয়া ও শৌচালয় না থাকার এই ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে আসায় কার্যত প্রশ্ন উঠেছে স্কুল অ্যান্ড মাস এডুকেশন দফতরের ভূমিকা নিয়ে৷

Advertisement

প্রসঙ্গত ওড়িশা স্কুল অ্যান্ড মাস এডুকেশন দফতরের অধীনেই বেশিরভাগ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় রয়েছে৷ এই স্কুলগুলি পরিপালন করার সম্পূর্ণ দায়িত্ব এই দফতরের৷ তাই স্কুলগুলির সমস্যার সুরাহা করার দায়িত্বও নিঃসন্দেহে এই দফতরকেই নিতে হবে৷ যদিও পরিস্থিতি সুস্থির হবে কী করে, তার সদুত্তর নেই!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement