প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইক কেনার টাকা নেই। শখ পূরণ করতে নিজের ৯ দিনের সন্তানকে মাত্র ৬০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার বালাসোরে। অভিযোগ, সন্তান বিক্রির টাকায় একটি বাইকও কেনে তাঁরা। ঘটনার তদন্তে নেমে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে ওই দম্পতির দাবি, সন্তান বিক্রি নয়, তাকে পালন করতে অপারগ হওয়ায় সন্তান ‘দান’ করে দিয়েছেন তাঁরা।
পুলিশের তরফে জানানো হয়েছে, ময়ুরভঞ্জ জেলায় এক নিঃসন্তান দম্পতিকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন অভিযুক্ত দম্পতি। এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ ও রাজ্য শিশু কল্যাণ কমিটি যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে শিশুটিকে। শিশুটি বর্তমানে রাজ্য প্রশাসনের কাছেই রয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই দম্পতির এক প্রতিবেশি জানান, শিশু বিক্রির টাকার কিছুটা খরচ করে একটি বাইক কিনেছে তাঁরা। এই বাইক কেনার জন্যই শিশুটিকে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ।
বিতর্ক চরম আকার নিয়েই বিষয়টি নিয়ে মুখ খোলে ওই দম্পতি। সদ্যোজাতের মা জানান, তাদের অভাবের সংসার। নিজের পেট চালাতেই হিমসিম খেতে হয়। এই অবস্থায় সন্তান মানুষ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই এক নিঃসন্তান দম্পতিকে সন্তান দান করেছেন তাঁরা। বিনিময়ে কোনও অর্থ নেননি। তবে এই ঘটনাকে ‘দান’ বলে চালানো হলেও তা মানতে নারাজ এলাকাবাসী। প্রশ্ন উঠছে, যদি আর্থিক সংকটের জেরে সন্তান পালনে অসমর্থ হন তাঁরা, তাহলে এত টাকা দিকে বাইক কেন কিনলেন?
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করা হলেও তদন্ত শুরু করেছে পুলিশ। যাঁদের কাছে সন্তান বিক্রি করা হয়েছিল তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত দম্পতিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় কোনও শিশু পাচার চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.