Advertisement
Advertisement
Odisha

বাড়িতে খেলতে এসেছিল প্রতিবেশী কন্যা, তিন বছরের একরত্তিকে ধর্ষণ তরুণের!

ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Odisha man arrested for allegedly assaulting 3-year-old girl

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 3, 2024 12:58 pm
  • Updated:July 3, 2024 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় (Odisha) ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল ২৩ বছরের এক তরুণকে। ছোট্ট মেয়েটি তাদের বাড়িতে খেলতে এসেছিল বলে জানা গিয়েছে। পুলিশের কাছে মুখ না খোলার জন্য নির্যাতিতার মাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

ঠিক কী হয়েছিল? ভুবনেশ্বরের বাসিন্দা সন্তোষ খুন্তিয়া বাড়িতে একাই ছিল। সেই সময় সেখানে আসে প্রতিবেশীর তিন বছরের শিশুকন্যা। অভিযোগ, সেই সময়ই তাকে ধর্ষণ করে অভিযুক্ত। সেই সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পরে মেয়েটির বাড়ির লোক তাকে খুঁজে না পেয়ে তল্লাশি শুরু করে। এর পরই সন্তোষের বাড়িতে তার সন্ধান মেলে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ৮ হাজার টাকা না দেওয়ায় বৃদ্ধকে অর্ধনগ্ন করে মারধরের চেষ্টা, গণপিটুনির হাত থেকে বাঁচাল পুলিশ]

এদিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে। শিশুটির পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েই পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে যায়। ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযক্তকে। সন্তোষ পেশায় একজন গাড়ি চালক। বেকায়দায় পড়ে সে নির্যাতিতার মাকে পুলিশের কাছে মুখ না খোলার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের ফরেনসিক দল সন্তোষের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে বলে দাবি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ৫ বছর ধরে রাজ্যের গণপিটুনি বিল আটকে রাজভবনে! কী বলছেন রাজ্যপাল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement