ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিধির স্মৃতি এখনও টাটকা। থানার ভিতরে অর্ধনগ্ন করে সাংবাদিক-সহ ৮ জনকে হেনস্তার ঘটনা নিয়ে এখনও সমালোচনা চলছে নানা মহলে। তারই মধ্যে সাংবাদিক হেনস্তার আরেক নিদর্শন দেখল ওড়িশা (Odisha)। থানার দুর্নীতি ফাঁস করায় সাংবাদিককে শিকলবন্দি (Chained) করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগে সরগরম সাংবাদিক মহল। পুলিশি অত্যাচারে অসুস্থ সাংবাদিক ভরতি হাসপাতালে। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজিপি।
সাংবাদিকের নাম লোকনাথ দালেই। তিনি ওড়িশার বালাসোরের বাসিন্দা। জানা গিয়েছে, নিজের জেলার নীলগিরি থানার দুর্নীতি (Corruption) নিয়ে একটি রিপোর্ট ফাঁস করেছিলেন। তা নিয়ে ছোট এক প্রতিবেদন প্রকাশিত হয় স্থানীয় সংবাদপত্রে। আর তারপরই তাঁর উপর নেমে আসে শাস্তির খাঁড়া। লোকনাথ দালেইয়ের অভিযোগ, বুধবার সকালে তাঁকে নীলগিরি থানায় জরুরি তলব করা হয়। তাঁর বিরুদ্ধে এক হোম গার্ডকে অশালীন ভাষায় কথাবার্তা বলার অভিযোগ আনা হয়। নিরঞ্জন রানা নামে ওই হোমগার্ডই লিখিত অভিযোগে জানিয়েছিলেন, লোকনাথ দালেই তাঁকে নাকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন। এর ‘শাস্তি’ হিসেবে তাঁকে বেধড়ক প্রহার করা হয় থানায়।
অসুস্থ হয়ে পড়েন লোকনাথ। তখন তাকে হাতকড়া পরিয়ে, পায়ে শিকল বেঁধে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এতেই থেমে নেই অত্যাচার। সাংবাদিকের অভিযোগ, হাসপাতালের বিছানায় চিকিৎসা চলাকালীন তাঁর পা ওভাবে শিকলে বাঁধাই ছিল। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। লোকনাথের দাবি, নীলগিরি থানার দুর্নীতি ফাঁস করার প্রতিশোধ হিসেবেই তাঁকে এমন অত্যাচারের মুখে পড়তে হল।
Odisha | Loknath Dalei, a journalist in Balasore was seen chained to a hospital bed by his leg, allegedly by Police reportedly over the publication of news regarding corruption in the Nilgiri PS area of the district.
Odisha Police DGP has ordered an inquiry into this matter. pic.twitter.com/sFJxnIab44
— ANI (@ANI) April 8, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.