সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশেই দিন দিন মহিলাদের উপর ধর্ষণ, নির্যাতন, হেনস্তার ঘটনা বেড়ে চলেছে। ফের একবার সামনে এল সেরকমই একটি ঘটনা। যেখানে দিনের বেলায় একদল পাষণ্ডের অত্যাচারের শিকার হতে হল এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে ওড়িশার বারগড় জেলায়। প্রকাশ্যে দিবালোকে তরুণীকে শ্লীলতাহানির ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আর এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকায় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলেজ পড়ুয়াকে যুবতীকে কয়েকজন দুষ্কৃতী মিলে হেনস্তা করছে। তাও কিনা প্রকাশ্য দিবালোকে। অনেকে উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি কেউ। এমনকী ওই কলেজ পড়ুয়ার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করতে থাকে দুষ্কতীরা। বন্ধুকে বাঁচাতে ছুটে যায় মেয়েটি, কিন্তু তাঁর কথায় দুষ্কৃতীরা কর্ণপাত করেনি। এরপর মেয়েটিকেও নানাভাবে হেনস্তা করে অভিযুক্তরা। গোটা ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনায় জড়িত থাকায় মোট আটজনকে গ্রেপ্তার করে পদ্মপুর থানার পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া পুলিশ আধিকারিকদেরও কড়া হাতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
ছাত্রীদের উপর অত্যাচারের ঘটনা ওড়িশায় এই প্রথম নয়, এর আগে গত মাসে ওড়িশার কোরাপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে স্কুলের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নবম শ্রেণির ছাত্রীটি। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সপ্তাহ তিনেক আগে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু, তাতেও সমস্যা মেটেনি। উলটে, গ্রামে সামাজিক বয়কটের মুখে পড়েছে নির্যাতিতার পরিবার। গ্রামবাসীদের দাবি, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ায় ওই কিশোরী নাকি অশুচি হয়ে গিয়েছে। তাই গ্রামে সবাইকে নিয়ে পিকনিকের আয়োজন করতে হবে নির্যাতিতার পরিবারকে। তবে তাঁদের সমাজে ঠাঁই হবে! ওড়িশায় ধর্ষণের ঘটনায় নির্যাতিতাদের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে রাজ্য সরকার। প্রত্যেক নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়। কিন্তু, সেক্ষেত্রে অবশ্য নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ায়নি জেলা প্রশাসনও। ওই ঘটনার পরেও ছড়িয়েছিল তীব্র চাঞ্চল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.