Advertisement
Advertisement
Odisha

সংক্রমণ ঠেকানোর মরিয়া চেষ্টা, প্রথম রাজ্য হিসেবে লকডাউনের সময়সীমা বাড়াল ওড়িশা

শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ১৭ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Odisha first Indian state to extend Covid-19 lockdown till April 30

রাস্তায় ছড়ানো হচ্ছে জীবাণুনাশক

Published by: Soumya Mukherjee
  • Posted:April 9, 2020 1:48 pm
  • Updated:April 9, 2020 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় লকডাউনের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই দেশজুড়ে শুরু হয়েছিল জল্পনা। কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে কোনও ঘোষণা না হওয়ার আগেই বড়সড় পদক্ষেপ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিলেন তিনি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও আগামী ১৭ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিলেন।

বৃহস্পতিবার সকালে এই বিষয়ে আলোচনার পর এই ঘোষণা করেন নবীন পট্টনায়েক। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে ৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় যাতে কোনও ট্রেন বা বিমান না ঢোকে তারও অনুরোধ জানালেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের মতো এত ভয়াবহ সমস্যার মুখে গত এক শতাব্দীতে পড়েনি মানুষ। এই পরিস্থিতি পেরোনার পর জীবন আর একই গতিতে বইবে না।’

[আরও পড়ুন: ১১ দিনে নব্বই হাজারেরও বেশি ফোন এল হেল্পলাইনে, লকডাউনে বাড়ছে গার্হ্যস্থ হিংসা]

 

এবিষয়ে দেওয়া সরকারি বিবৃতিতে ওড়িশার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে আবেদন করেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন করা হয়েছে। এই সময়ে আপনাদের নিয়মানুবর্তিতা ও আত্মত্যাগ করোনার বিরুদ্ধে যুদ্ধে আমাদের শক্তি জোগাবে।’

[আরও পড়ুন: করোনার ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত, দিল্লিতে নতুন করে সিল করা হল ১৩ এলাকা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement