Advertisement
Advertisement
কুরিয়ার

OMG! পার্সেল খুলে বেরলো আস্ত গোখরো! কী হল যুবকের?

পার্সেল খুলেই চক্ষু চড়কগাছ!

Odisha: Courier company delivers snake in parcel to man

ছবিটি প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:August 26, 2019 2:37 pm
  • Updated:August 26, 2019 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুরিয়ার সংস্থা থেকে বাড়ি এসে পৌঁছেছিল একটি পার্সেল। বাড়ির টুকটাক জিনিস অর্ডার করেছিলেন যুবক। কিন্তু পার্সেলটি খুলতেই চক্ষু চড়কগাছ। এ কী! বাক্সের ভিতর গুটিয়ে বসে রয়েছে আস্ত একটি গোখরো সাপ!

[আরও পড়ুন: ক্ষমতা হারানোর জের! প্রত্যাহার করা হল মনমোহন সিংহের এসপিজি নিরাপত্তা]

হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে। এস মুথুকুমারণের কাছে এসে পৌঁছায় পার্সেলটি। বাড়ি অন্ধ্রপ্রদেশে হলেও কাজের সূত্রে ওড়িশায় থাকেন ওই যুবক। তিনি জানান, দিন পনেরো আগে একটি বেসরকারি কুরিয়ার সংস্থার মাধ্যমে বাড়িতে ব্যবহৃত কিছু সরঞ্জাম  আনাচ্ছিলেন তিনি। গত ৯ আগস্ট গুন্টুর থেকে কুরিয়ারটি পাঠানো হয়েছিল রায়রংপুরের উদ্দেশে। সেই মতো সেটি এসেও পৌঁছায় মুথুকুমারণের বাড়িতে। কিন্তু বাক্স খুলতেই আঁতকে ওঠেন যুবক। দেখেন, বাড়ির জিনিসগুলি এসেছে ঠিকই, কিন্তু তার সঙ্গে বাক্সবন্দি হয়ে পৌঁছে গিয়েছে একটি গোখরো সাপও! প্রথমটা আতঙ্কিত হলেও নিজেকে সামলে নিয়ে বনদপ্তরের কর্মীদের খবর দেন যুবক। তাঁরা এসে সাপটি উদ্ধার করেন। মুথুকুমারণ বলেন, “বাক্সটা খুলেই দেখি গুটিয়ে রয়েছে একটা গোখরো। কুরিয়ারটা আসার সময় হয়তো কোনওভাবে বাক্সের ভিতর ঢুকে গিয়েছিল সাপটি।”

Advertisement

বনদপ্তরের আধিকারিক বিপিনচন্দ্র বেহরা জানান, রবিবার তাঁরা খবর পান একটি পার্সেলের মধ্যে করে এসে পৌঁছেছে গোখরো। সহকর্মীর সঙ্গে তিনি মুথুকুমারণের বাড়ি যান। তারপর সাপটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কুরিয়ার সংস্থা।

উল্লেখ্য, এর আগে ই-কমার্স সাইটে অর্ডার দিয়েও অদ্ভুত জিনিসপত্র হাতে পেয়েছিলেন ক্রেতারা। কখনও আই ফোন অর্ডার করে মিলেছে সাবান তো কখনও মিলেছে মরা সাপ। এবার কুরিয়ার সংস্থার এমন দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও উঠে গেল প্রশ্ন।  

[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের রাজ্যপালই হোন বিজেপি সভাপতি, কটাক্ষ অধীর চৌধুরির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement