Advertisement
Advertisement
Bus

চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত চালক! মৃত্যুর আগে প্রাণ বাঁচালেন যাত্রীদের

যাত্রীদের কেউই বড় চোটআঘাত পাননি।

Odisha bus driver dies of cardiac arrest, but saves 48 passengers। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 29, 2023 10:11 am
  • Updated:October 29, 2023 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮ জন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। কিন্তু আচমকাই আক্রান্ত হলেন হৃদরোগে। ঘনিয়ে আসছিল শেষ সময়। অতর্কিতে মৃত্যুর মুখোমুখি হয়েও স্থিরচিত্তে সমস্ত যাত্রীর প্রাণ বাঁচিয়ে গেলেন ওড়িশার (Odisha) এক বাস চালক। পর্দার নন, বাস্তব জীবনের ‘নায়ক’ হয়ে উঠলেন তিনি।

সারা রাত ধরে বাস চালিয়েছিলেন। ভুবনেশ্বরে পৌঁছনোর কথা ছিল বাসটির। কিন্তু ফাঁকা রাস্তায় বাস চালানোর সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন চালক। তখনও রাত রয়েছে। বুকে অসহ্য ব্যথা হচ্ছিল সানা প্রধান নামের ওই চালকের। ফলে স্টিয়ারিংয়ের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন তিনি। বুঝতে পারছিলেন আর গাড়ি চালানো সম্ভব হবে না। তাই বুদ্ধি করে বাসটি নিয়ে পথের ধারের এক দেওয়ালে ধাক্কা মেরেছিলেন তিনি। এর পর তিনি মারা গেলেও বেঁচে গিয়েছেন যাত্রীরা। তাঁদের কারওই বড় কোনও চোট লাগেনি। সামান্য আঘাত হয়তো পেয়েছেন কয়েকজন। কিন্তু ক্ষতি কারওই হয়নি।

Advertisement

[আরও পড়ুন: মধুচক্রের প্রতিবাদ করায় চলন্ত বাইকে লাথি! নদিয়ায় বেঘোরে প্রাণ গেল যুবকের]

এর পর বাস চালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই চালককে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

[আরও পড়ুন: ‘২০ নয়, ২০০ কোটি চাই, নইলে…’ ফের খুনের হুমকি মুকেশ আম্বানিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement