Advertisement
Advertisement

অ্যাম্বুল্যান্স ঢোকে না গ্রামে, হাসপাতালে রোগী পৌঁছাতে ভরসা খাটিয়াই

মাইলের পর মাইল রাস্তা রোগীকে নিয়ে যেতে হয় খাটিয়ায় চাপিয়ে।

Odisha: Ailing local carried on cot to hospital
Published by: Kumaresh Halder
  • Posted:September 29, 2018 10:18 am
  • Updated:September 29, 2018 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির স্বপ্নের ‘ডিজিটাল ইন্ডিয়া’র সব থেকে বড় বিজ্ঞাপন দেখা দিল ওড়িশার ময়ূরভঞ্জে৷ যেখানে এখনও অধরা ন্যূনতম নাগরিক পরিষেবা৷ বেহাল স্বাস্থ্য৷ চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ৷ শুধু কী তাই, গ্রামে বেহাল রাস্তায় পরিবহণ ব্যবস্থার গণেশ উল্টে গিয়েছে অনেক আগেই৷ ফলে, বাধ্য হয়েই খাটিয়ায় চাপিয়ে রোগীকে কয়েক কিলোমিটার টেনে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন স্থানীয় বাসিন্দারা৷

[মোদির পাশে দাঁড়ানোর জের, পওয়ারের দল ছাড়লেন হেভিওয়েট নেতা]

স্থানীয়দের অভিযোগ, জেলা হাসপাতালে যোগাযোগকারী প্রধান সড়কের অবস্থা একবারেই বেহাল৷ ফলে, অতিরিক্ত কয়েক কিলোমিটার পথ পেরিয়ে ঘুরপথে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াটাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের৷ কিন্তু, শত বাধা পেড়িয়েও রোগীকে বাঁচাতে শেষ অবলম্বন খাঁটিয়া৷ হাসপাতালে পরিষেবা থাকলেও রাস্তার হাল এতটাই খারাপ, যে গ্রামে কোনও ভাবেই ঢুকতে পারে না অ্যাম্বুল্যান্স৷ হাঁটাও দায়৷ ফলে, নূন্যতম স্বাস্থ্য পরিষেবা পেতে ঘুরপথে হাসপাতালে পৌঁছানো ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নেই বাসিন্দাদের কাছে৷ স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও তার কোনও সমাধান হয়নি৷

Advertisement

[অনলাইন কেনাকাটির প্রতিবাদ, ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটে ভোগান্তি]

ওড়িশার প্রান্তিক এলাকার বাসিন্দাদের এই সমস্যা নিয়ে প্রতিবেদন পেশ করেন সংবাদ সংস্থা এএনআই৷ খবর প্রকাশিত হওয়ার পর ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গঙ্গাধর নায়েক জানান, এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে৷ বলেন, ‘‘রাস্তার অবস্থা ভাল না থাকায়, সেখানে  অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না৷ আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাগুলির সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলব৷’’

[রাহুল গান্ধী নিজেই ‘মেড ইন ইতালি’, কটূক্তি বিজেপি নেতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement