সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা। একটি পিক আপ ভ্যান উলটে মৃত্যু অন্তত দশজনের। আহত আরও অন্তত ১৫ জন। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কোরাপুট জেলায় কোটপুট থানা এলাকায়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী।
Odisha: Nine people died, 13 injured after a van overturned in Kotput, Koraput district.
“Passengers were travelling from Sindhiguda village in Odisha to Kulta village in Chhattisgarh. Injured have been shifted to the hospital for treatment,” says Madhusudan Mishra, DM Koraput pic.twitter.com/3uPgOzACWR
— ANI (@ANI) January 31, 2021
স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে ছত্তিশগড়ের নাগরনার এলাকা থেকে ওড়িশার কোটপুটে যাচ্ছিলেন ওই পিক আপ ভ্যানের যাত্রীরা। রাস্তায় হঠাতই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পিক আপ ভ্যানটিতে যাত্রী সংখ্যা ছিল অত্যাধিক। যার ফলে দুর্ঘটনাটির ভয়াবহতা অনেক বেশি হয়েছে বলেই দাবি স্থানীয়দের।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টুইটারে তিনি বলেছেন,”কোরাপুটের দুর্ঘটনায় যারা প্রাণ হারালেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ” ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় আধিকারিকরাও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
My thoughts are with all those who have lost their dear ones in the tragic accident at Koraput, Odisha. I hope the injured recover at the earliest: PM Narendra Modi
(File photo) https://t.co/GAGx09vo9R pic.twitter.com/yffsISYPLQ
— ANI (@ANI) February 1, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.