Advertisement
Advertisement

Breaking News

Varanasi

বারাণসীর ‘পবিত্র’ মণিকর্নিকা ঘাটে অশ্লীল নাচ! স্বল্পবসনা নর্তকীদের আসরে উড়ল টাকাও

রাতে তারস্বরে লাউডস্পিকার বাজানোরও অভিযোগ।

Obscene dance program organised at Varanasi's Manikarnika Ghat Viral Photo and Video | Sangbad Pratidin

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:March 30, 2023 12:13 pm
  • Updated:March 30, 2023 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর (Varanasi) মণিকর্নিকা ঘাটে (Manikarnika Ghat) চটুল নাচের অভিযোগ। স্বল্পবসনা পোশাক পরে নাচতে দেখা গিয়েছে নর্তকীদের। এমনকী ওই তরুণীদের দিকে টাকা ওড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। চটুল নাচের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যদিও মণিকর্নিকা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এমন অভিযোগ পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

বারাণসী বা কাশি হল ভারতের মন্দির-শহর। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। এখানেই রয়েছে কাশি বিশ্বনাথ মন্দির। গঙ্গাপাড়ের মণিকর্নিকা ঘাটকে দেশের অন্যতম পবিত্র শ্মশাণঘাট মনে করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের পূণ্যার্থীরা এখানে ভিড় জমান বছরভর। অনেকেই জীবনের শেষ দিনগুলি কাটাতে চান এই শ্মশান ঘাটে। সেখানেই চটুল নাচের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে যোগীরাজ্যে।

Advertisement

[আরও পড়ুন: জামিয়া হিংসায় উসকানি! শারজিল ইমাম-সহ ১১ জনের মুক্তির নির্দেশ বাতিল দিল্লি হাই কোর্টে]

মণিকর্নিকা ঘাটে প্রতি বছর মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়ে থাকে। এবছর তিন দিন ব্যাপি অনুষ্ঠান হয়। তারই শেষ দিনের অনুষ্ঠান নিয়েই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে, সেই অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন বেশ কয়েক জন স্বল্পবসনা নতর্কী। চলছে তাঁদের চটুল নাচের অনুষ্ঠান। মঞ্চের সামনে দর্শকের উপচে পড়া ভিড়। সেই ভিড় থেকে বেশ কয়েক জনকে নৃত্যরত তরুণীদের উদ্দেশে টাকা ওড়াতেও দেখা গিয়েছে।

[আরও পড়ুন: দেশে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজারের বেশি, উদ্বেগ বাড়তেই নয়া নির্দেশিকা WHO’র]

যদিও মণিকর্নিকা মন্দির কর্তৃপক্ষের সাফাই, প্রতি বছর এখানে মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়। এবারও তাই হয়েছে। কেউ চটুল নাচের অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাত দশটা অবধি তারস্বরে লাউডস্পিকার বাজানো প্রসঙ্গে যুক্তি, যুগ যুগ ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement