ছবি: সংগৃহীত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর (Varanasi) মণিকর্নিকা ঘাটে (Manikarnika Ghat) চটুল নাচের অভিযোগ। স্বল্পবসনা পোশাক পরে নাচতে দেখা গিয়েছে নর্তকীদের। এমনকী ওই তরুণীদের দিকে টাকা ওড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। চটুল নাচের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যদিও মণিকর্নিকা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এমন অভিযোগ পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
বারাণসী বা কাশি হল ভারতের মন্দির-শহর। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। এখানেই রয়েছে কাশি বিশ্বনাথ মন্দির। গঙ্গাপাড়ের মণিকর্নিকা ঘাটকে দেশের অন্যতম পবিত্র শ্মশাণঘাট মনে করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের পূণ্যার্থীরা এখানে ভিড় জমান বছরভর। অনেকেই জীবনের শেষ দিনগুলি কাটাতে চান এই শ্মশান ঘাটে। সেখানেই চটুল নাচের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে যোগীরাজ্যে।
যদিও মণিকর্নিকা মন্দির কর্তৃপক্ষের সাফাই, প্রতি বছর এখানে মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়। এবারও তাই হয়েছে। কেউ চটুল নাচের অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাত দশটা অবধি তারস্বরে লাউডস্পিকার বাজানো প্রসঙ্গে যুক্তি, যুগ যুগ ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.