সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে হোটেল ব্যবসার দিশারী ছিলেন তিনি। ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন ওবেরয় গোষ্ঠীর চেয়ারম্যান শিল্পপতি পৃথ্বী রাজ সিং ওবেরয় (Prithvi Raj Singh Oberoi)। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পদ্মবিভূষণে সম্মানিত বর্ষীয়ান শিল্পপতির প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Saddened by the demise of Padma Vibhushan PRS Oberoi, Chairman of the Oberoi group, and the hospitality tycoon of India.
He was trained in Darjeeling and his achievements have been inextricably linked to West Bengal. We shall all feel the irreparable loss.
Condolences to the…
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2023
ওবেরয় শিল্প গোষ্ঠীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে পৃথ্বী রাজ সিংয়ের। এছাড়াও হোটেল ও কর্পোরেট অফিসে তাঁর আত্মার শান্তি কামনায় শোকসভা হবে। আরও বলা হয়েছে, চেয়ারম্যানের মৃত্যুতে সংস্থার সকলেই শোকাহত। “তাঁর মৃত্যু ওবেরয় গ্রুপ এবং ভারত এবং সমগ্র বিশ্বের হোটেল শিল্পের জন্য বড় ক্ষতি।”
পৃথ্বী রাজ সিং ওবেরয়ের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, “ওবেরয় গ্রুপের চেয়ারম্যান, ভারতে আতিথেয়তা শিল্পের দিশারী পদ্মবিভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোকাহত। তিনি দার্জিলিংয়ে পড়াশোনা করেন। তাঁর কৃতিত্বের অংশিদার পশ্চিমবঙ্গ। (তাঁর প্রয়াণে) আমরা অপূরণীয় ক্ষতি অনুভব করব। পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”
১৯২৯ সালের ৩ ফেব্রুয়ারি জন্ম পৃথ্বী রাজ সিং ওবেরয়ের। বাংলার সঙ্গে তাঁর শৈশব-কৈশোরের যোগ রয়েছে। প্রাথমিক পাঠ নেন দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলে। উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন ব্রিটেন ও সুইজারল্যান্ডে। এর পর দেশজুড়ে হোটেল ব্যবসায় একের পর এক সাফল্য। যার অন্যতম নিদর্শন শহর কলকাতার গ্র্যান্ড ওবেরয়। ২০০৮ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে সম্মানিত করা হয় পৃথ্বী রাজ সিং ওবেরয়কে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.