Advertisement
Advertisement

Breaking News

Oath Ceremony

রেকর্ড নির্মলার, মোদির নতুন মন্ত্রিসভায় ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী

পূর্ণমন্ত্রী না হলেও, বাংলা থেকে প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।

Oath Ceremony Live Update: Nirmala Sitharaman takes oath as Union Cabinet minister in the Modi government
Published by: Anwesha Adhikary
  • Posted:June 9, 2024 6:05 pm
  • Updated:June 9, 2024 10:14 pm  

তৃতীয়বার মসনদে নরেন্দ্র মোদি। রেকর্ড গড়ে তৃতীয়বার মন্ত্রিসভায় নির্মলা সীতারমণ। নতুন মন্ত্রিসভায়  মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মনোহরলাল খট্টর, অসমের সর্বানন্দ সোনওয়াল, বিহারের জিতেন রাম মাঝি এবং কর্নাটকের এইচ ডি কুমারস্বামী- সহ ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার শক্তিক্ষয় হলেও নমোর শপথগ্রহণ অনুষ্ঠানে ভাটা পড়েনি জৌলুসে। রবি সন্ধ্যায় রাইসিনা হিলসে চাঁদের হাট। আসরে কিং খান থেকে আদানি-আম্বানি। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ৭টি দেশের প্রধানরা। 
রাত ১০.১৪: “সুকান্ত মজুমদার মন্ত্রী হলেও, এটাও খুব আনন্দের”, উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। 
রাত ১০.১০:
শান্তনু ঠাকুর মন্ত্রী হতেই মতুয়াগড়ে উচ্ছ্বাস।
রাত ৯.৪৭:
প্রতিমন্ত্রী পদে শপথ অসমের পবিত্র মার্গারিটার।
রাত ৯.৪৬:
প্রতিমন্ত্রী পদে শপথ জর্জ কুরিয়ানের।
রাত ৯.৪৫:
প্রতিমন্ত্রী পদে শপথ মুরলিধর মহলের।
রাত ৯.৪৩: প্রতিমন্ত্রী পদে শপথ গুজরাটের নিমুবেন বামভানিয়ার।
রাত ৯.৪০: প্রতিমন্ত্রী পদে শপথ পূর্ব দিল্লির হর্ষ মালহোত্রার। 
রাত ৯.৩৭: প্রতিমন্ত্রী পদে শপথ ভূপতি রাজু শ্রীনিবাস বর্মার।
রাত ৯.৩৫: প্রতিমন্ত্রী পদে শপথ রাজভূষণ চৌধরীর। 
রাত ৯.৩৪:
প্রতিমন্ত্রী পদে শপথ ছত্তিশগড়ের তোখান শাহু।
রাত ৯.৩২:
প্রতিমন্ত্রী পদে শপথ মধ্যপ্রদেশের সাবিত্রী ঠাকুরের। 
রাত ৯.৩০:
প্রতিমন্ত্রী পদে শপথ বালুরঘাটের জয়ী প্রার্থীর। ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি বেশে শপথ সুকান্ত মজুমদারের। এই প্রথমবার মন্ত্রিসভায় তিনি।

রাত ৯.২৭: প্রতিমন্ত্রী পদে শপথ রক্ষা নিখিল খাড়সের।
রাত ৯.২৫:
প্রতিমন্ত্রী পদে শপথ দুর্গাদাস উইকের। 
রাত ৯.২৩:
রাষ্ট্রপতি ভবনে প্রতিমন্ত্রী পদে শপথ রবনীত সিং বিট্টুর।
রাত ৯.২১:
প্রতিমন্ত্রী পদে রাঁচি থেকে শপথ সঞ্জয় শেঠের। 
রাত ৯.১৮:
প্রতিমন্ত্রী পদে শপথ সতীশচন্দ্র দুবের।
রাত ৯.১৭:
রাষ্ট্রপতি ভবনে শপথ ভগীরথ চৌধরীর।
রাত ৯.১৬:
প্রতিমন্ত্রী পদে শপথ কমলেশ পাসোয়ানের। 
রাত ৯.১৫:
শপথ গ্রহণ পর্ব চলাকালীন রাষ্ট্রপতি ভবনে উঠল ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।
রাত ৯.১৪:
প্রতিমন্ত্রী পদে শপথ পণ্ডিত সঞ্জয় কুমারের। 
রাত ৯.১৩:
রাষ্ট্রপতি ভবনে প্রতিমন্ত্রী পদে শপথ অজয় টামটার।
রাত ৯.১১:
মন্ত্রী পদে শপথ এল মুরুগানের। 
রাত ৯.০৮:
প্রতিমন্ত্রী পদে শপথ সুরেশ গোপীর। 
রাত ৯.০৬:
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁর জয়ী প্রার্থী শান্তনু ঠাকুর। এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রী পদে শান্তনু। এর আগে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন তিনি। 


রাত ৯.০৪:
প্রতিমন্ত্রী পদে শপথ বিএল বর্মার।
রাত ৯.০৩:
প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির সামনে শপথবাক্য পাঠ কীর্তিবর্ধন সিংয়ের। 
রাত ৯.০২:
প্রতিমন্ত্রী হিসেবে শপথ শোভা করন্দলাজের।
রাত ৮.৫৯:
আগ্রার জয়ী প্রার্থী বিজেপির পি সিং বাঘেল প্রতিমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন।
রাত ৮.৫৮:
প্রতিমন্ত্রী হিসেবে শপথ প্রেমা স্বামী চন্দ্রশেখরের।
রাত ৮.৫৭:
কর্নাটকের ভি সোমান্নাও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
রাত ৮.৫৩:
আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন।
রাত ৮.৫১:
শপথ নিলেন উজিয়ারপুর কেন্দ্র থেকে জয়ী নিত্যানন্দ রাই।
রাত ৮.৪৮:
রাইসিনা হিলসে শপথগ্রহণ রামনাথ ঠাকুরের।
রাত ৮.৪৭:
মহারাষ্ট্রের রামদাস আঠওয়ালে ফের একবার প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন।
রাত ৮.৪৫:
ফরিদাবাদে বিজেপির টিকিটে জয়ী কৃষ্ণ পাল গুরজার প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন।
রাত ৮.৪৪:
পঙ্কজ চৌধুরী নিলেন প্রতিমন্ত্রী পদে শপথ।
রাত ৮.৪২:
নর্থ গোয়া কেন্দ্রের জয়ী সাংসদ শ্রীপাদ নায়কও প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেলেন। নিলেন শপথ।
রাত ৮.৪০:
পিলভিট কেন্দ্র থেকে জয়ী জিতেন প্রসাদ নিলেন শপথ। 
রাত ৮.৩৮:
রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরী শপথ নিলেন প্রতিমন্ত্রী পদে।
রাত ৮.৩৫:
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রতাপরাও গণপতরাও যাদব।
রাত ৮:৩৩
অর্জুন রাম মেঘওয়াল শপথ নিলেন স্বাধীন প্রতিমন্ত্রী হিসাবে।

রাত ৮:৩০ জিতেন্দ্র সিং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন। 

রাত ৮:২৯ ইন্দ্রজিৎ সিং মন্ত্রী হিসাবে শপথ নিলেন।

রাত ৮:২৭ মন্ত্রী পদে শপথ সি আর পাটিলের। 

রাত ৮:২৫ প্রথমবার মন্ত্রী হিসাবে শপথ নিলেন চিরাগ পাসওয়ান। 

রাত ৮:২০ জি কিষেণ রেড্ডি মন্ত্রী হিসাবে শপথ নিলেন। 

রাত ৮:২০ গত সরকারের মন্ত্রী মনসুখ মাণ্ডব্য শপথ নিলেন। করোনা অতিমারীর পরে তাঁর হাতে ছিল স্বাস্থ্য মন্ত্রক।  

রাত ৮: ১৮ হরদীপ সিং পুরী মন্ত্রী হিসাবে শপথ নিলেন। 

রাত ৮:১৭ শপথ নিলেন কিরেণ রিজিজু।

রাত ৮:১৫: রবিসন্ধ্যায় মন্ত্রী হিসাবে শপথ নিলেন অন্নপূর্ণা দেবী। 

রাত ৮:১৩ গজেন্দ্র সিং শেখাওয়াত মন্ত্রী হিসাবে শপথ নিলেন। 

রাত ৮:১২ ভূপেন্দ্র যাদব শপথ নিলেন মন্ত্রী হিসাবে। গত সরকারের পরিবেশমন্ত্রী ছিলেন তিনি। 

রাত ৮:০৯ গতবারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে। 

রাত ৮:০৫ গতবারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রী পদে শপথ নিলেন। 

রাত ৮:০৫ গিরিরাজ সিং মন্ত্রী হিসাবে শপথ নিলেন। 

রাত ৮:০৩ জুয়াল ওরাওঁ শপথ নিলেন মন্ত্রী হিসাবে। 

রাত ৮:০১ মন্ত্রী পদে শপথ নিলেন প্রহ্লাদ জোশী।

রাত ৮টা টিডিপির রামমোহন নায়ডু মন্ত্রী হিসাবে শপথ নিলেন। অন্ধ্রপ্রদেশের সাংসদ তিনি।  

সন্ধে ৭:৫৭ বীরেন্দ্র কুমার শপথ নিলেন মন্ত্রী হিসাবে। অন্যদিকে, মোদি শপথ নেওয়ার পরেই উল্লাস বারাণসীতে। মিষ্টি বিতরণ শুরু বিজেপি কর্মীদের। 

সন্ধে ৭:৫৫ মন্ত্রী হিসাবে শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল। তাঁর গলায় ছিল অসমের ঐতিহ্যবাহী গামোসা। 

সন্ধে ৭:৫০ হাম সাংসদ জিতনরাম মাঁঝি মন্ত্রী পদে শপথ নিলেন। তার পরেই পাটনায় শুরু হাম সমর্থকদের উল্লাস।  

সন্ধে ৭:৪৯ মন্ত্রী হিসাবে শপথ নিলেন ধর্মেন্দ্র প্রধান।

সন্ধে ৭:৪৬ ফের মন্ত্রিসভায় জায়গা পেলেন পীযূষ গোয়েল। রবিবার শপথ নিলেন তিনি।

সন্ধে ৭:৪৪ মন্ত্রিত্ব পেলেন জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী।  

সন্ধে ৭:৪১ প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। 

সন্ধে ৭:৩৯ গত সরকারের বিদেশমন্ত্রী এস জয়শংকরও মন্ত্রী হিসাবে শপথ নিলেন। 

সন্ধে ৭:৩৭ মন্ত্রী হিসাবে শপথ নিলেন নির্মলা সীতারমণ। 

সন্ধে ৭:৩৫ মন্ত্রী পদে শপথ নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

সন্ধে ৭:৩৩ মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 

সন্ধে ৭:২৭ মন্ত্রী হিসাবে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি শপথ নিলেন। গত মন্ত্রিসভায় তাঁরা যথাক্রমে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব সামলাতেন। 

সন্ধে ৭:২৩ শপথ গ্রহণ শুরু করলেন নরেন্দ্র মোদি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। ঈশ্বরের নামে শপথ নিয়ে মোদি বললেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রতি কর্তব্য পালন করবেন।

সন্ধে ৭:১৫ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন নরেন্দ্র মোদি। তাঁর পরনে সাদা কুর্তা-পাজামা। সঙ্গে নীল জহর কোট। 

সন্ধে ৭: রাইসিনা হিলসে তারকার সমাবেশ। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার-রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। এই প্রথমবার মোদির শপথে হাজির কিং খান। এছাড়াও রয়েছেন বলি অভিনেতা বিক্রান্ত মাসে, পরিচালক রাজকুমার হিরানি। 

সন্ধে ৬:৪৫: মোদির শপথ অনুষ্ঠানে হাজির শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানিরা। অনুষ্ঠানে অংশ নিতে ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  

সন্ধে ৬:৩০ সাত দেশের রাষ্ট্রপ্রধান হাজির মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে। এদিন আমন্ত্রিতদের তালিকায় ছিলেন

মহম্মদ মুইজ্জু, প্রেসিডেন্ট, মালদ্বীপ
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, বাংলাদেশ
রনিল বিক্রমসিংহে, প্রেসিডেন্ট, শ্রীলঙ্কা
পুষ্পকমল দাহাল (প্রচণ্ড), প্রধানমন্ত্রী, নেপাল
শেরিং তোবগে, প্রধানমন্ত্রী, ভুটান
প্রবিন্দ যুগনাথ, প্রধানমন্ত্রী, মরিশাস
আহমেদ আফিফ, ভাইস প্রেসিডেন্ট, সেশেলস

সন্ধে ৬: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। ছুঁয়ে ফেলবেন পূর্বসূরি জওহরলাল নেহরুর নজির। শপথগ্রহণ উপলক্ষে সেজে উঠেছে রাইসিনা হিলস। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement