Advertisement
Advertisement

Breaking News

বহিষ্কৃত পন্নিরসেলভম, এআইএডিএমকের নয়া পরিষদীয় নেতা পলনিস্বামী

অব্যাহত গদির লড়াই৷

O Panneerselvam expealled from AIADMK
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 14, 2017 8:19 am
  • Updated:February 14, 2017 8:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে অব্যাহত গদির লড়াই৷ শাসকদল এআইএডিএমকে বহিষ্কৃত করল পন্নিরসেলভমকে৷ মঙ্গলবার, সুপ্রিম কোর্টের রায়ে শশীকলা নটরাজনের মুখ্যমন্ত্রীর গদিতে বসার স্বপ্ন ভেস্তে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পন্নিরসেলভম৷ তবে এদিন, দলীয় বৈঠকে এদাপাদি কে পলনিস্বামীকে এআইএডিএমকের পরিষদীয় দলনেতা নিযুক্ত করে তাঁকেই মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে চাইছেন শশীকলা৷

এদিন আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ এর আগে এই মামলায় শশীকলাকে মুক্তি দিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট৷ কিন্তু এদিন হাই কোর্টের সেই রায়কে আমল না দিয়ে নিম্ন আদালতে নেওয়া সিদ্ধান্তকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দেওয়া হল, ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ কোটি টাকা জরিমানা দিতে হবে শশীকলাকে৷ নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে৷ অর্থাৎ আগামী ১০ বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না তিনি৷

Advertisement

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণের পর তাঁর ছেড়ে দেওয়া পদে কে বসবেন তা নিয়ে গত এক সপ্তাহ ধরে শশীকলা এবং পন্নিরসেলভমের মধ্যে তীব্র লড়াই চলছিল৷ সোমবার পয়েজ গার্ডেনে নিজের বাসভবনে দলীয় সমর্থকদের প্রতি ভাষণে পন্নিরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শশীকলা৷ বলেছিলেন, পন্নিরকে উস্কানি দিচ্ছে ডিএমকে৷

সরলেন পন্নির, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা

বড়পর্দায় জয়ললিতা, নেপথ্যে রামগোপাল বর্মা

আমার জন্যই নির্বাচনে হেরেছিলেন জয়ললিতা: রজনীকান্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement