Advertisement
Advertisement
ন্যায়

অর্থনীতির ইঞ্জিনে ডিজেলের মতো কাজ করবে ‘ন্যায়’, দাবি রাহুল গান্ধীর

বেকারত্ব ইস্যুতেও সরব কংগ্রেস সভাপতি।

'NYAY' scheme is 'diesel' for Indian economy's engine: Rahul Gandhi.
Published by: Soumya Mukherjee
  • Posted:April 29, 2019 5:05 pm
  • Updated:April 29, 2019 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অর্থনীতির ইঞ্জিনে ডিজেলের কাজ করবে ন্যূনতম আয়ের প্রকল্প ‘ন্যায়‘। সোমবার রাজস্থানের ঢোলপুর জেলায় নির্বাচনী জনসভা করতে গিয়ে এমনটাই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এপ্রসঙ্গে তিনি বলেন, “গত পাঁচ বছরে নরেন্দ্র মোদি মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলেও তাতে একটা পয়সা জমা করেননি। কিন্তু, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের পাঁচ কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা জমা করা হবে। এক বছরের মধ্যে ২২ লক্ষ যুবক-যুবতীকে সরকারি চাকরিও দেবে নতুন সরকার। দেশের বিভিন্ন প্রান্তে থাকা পঞ্চায়েতগুলিতেও নিযুক্ত করা হবে ১০ লক্ষ কর্মচারী। পাশাপাশি কংগ্রেস ক্ষমতায় এলে ব্যাংকের ঋণ না মেটানোর জন্য জেলে যেতে হবে না কোনও কৃষককে।”

Advertisement

[আরও পড়ুন- দিল্লির রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন]

ঢোলপুরের সেপাও শহরে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, “আমি এখানে মিথ্যে কথা বলতে আসিনি। আমাদের ‘ন্যায়’ প্রকল্প দেশের অর্থনীতিকে একটি নতুন দিশা দেবে। ভারতীয় অর্থনীতি ইঞ্জিনে ডিজেলের কাজ করবে এই প্রকল্প।”

[আরও পড়ুন- ক্ষমতা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, জারি কড়া সতর্কতা]

ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে। সেই সঙ্গে গত ৪৫ বছরের মধ্যে নরেন্দ্র মোদির শাসনকালে দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি বলেও দাবি করেছে তারা। এর জন্য ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২২ লক্ষ যুবক-যুবতীকে সরকারি চাকরি দিয়ে শূন্যপদগুলি পূরণ করা হবে বলেও জানান রাহুল।

[আরও পড়ুন-‘প্রজ্ঞার বিরুদ্ধে প্রমাণ ছিল, ওকে টিকিট দেওয়া ঠিক হয়নি’, বিজেপিকে তোপ জোটসঙ্গীর]

এর আগে গত শুক্রবার বিহারের সমস্তিপুরে সভা করতে গিয়ে ‘ন্যায়’-কে কংগ্রেসের অস্ত্র বলে উল্লেখ করেন কংগ্রেস সভাপতি। বলেন, “এবার লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস ক্ষমতায় আসুক। তারপর দারিদ্রের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক‘ চালানো হবে। ন্যায় প্রকল্পই হল তার অস্ত্র।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement