ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যকেন্দ্রে একা কাজ করছিলেন তরুণী নার্স। সেই সুযোগে স্বাস্থ্যেকেন্দ্রে ঢুকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল। ছত্তিশগড়ের (Chhattisgarh Gangrape) এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্য়ে একজন আবার নাবালক। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের উপযুক্ত নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
ছত্তিশগড়ের মহেন্দ্রগড় জেলার ছিপাছিপি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন ওই তরুণী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে তরুণীকে স্বাস্থ্যকেন্দ্রে একা কাজ করছিলেন তিনি। সেই সুযোগে তিন অভিযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়ে। নার্সকে বেঁধে, মুখে কাপড় গুজে তাঁর উপর নারকীয় অত্যাচার চালান হয়। এমনকী, পুরো বিষয়টি ভিডিও করা হয়। শারীরিক অত্যাচারের কথা পুলিশকে জানানো হলে তরুণীকে খুনের হুমকিও দেওয়া হয়।
তবে সেই হুমকিতে ভয় পাননি নির্যাতিতা। তৎক্ষণাৎ ফোন করে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান নির্যাতিতা। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আবার নাবালক। ১৭ বছরের ওই কিশোর-সহ সকলকে আদালতে তোলা হয়েছে।
On basis of FIR registered by complainant, 3 accused arrested. Efforts are on to nab 1 absconding accused. Victim was alone at health centre at time of incident. The accused arrived there & forcibly tied her up. 1 accused raped her while 2 others supported the crime: ASP pic.twitter.com/Z0UyvXGSaJ
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 23, 2022
এদিকে এই ঘটনার পরই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি উঠছে। স্বাস্থ্যকর্মীদের দাবি, “আমাদের নিরাপত্তা চাই। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে আমরা কাজ করব না।” এদিকে ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়। ১০ জন মিলে গণধর্ষণ ও মারধর করে বলে অভিযোগ। পরে তাঁকে নির্জন রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ক্ষতবিক্ষত তরুণী কোনওক্রমে বাড়ি ফিরতে সক্ষম হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.